ভালোবাসার পালকিখানা মাঝ রাস্তাতে রেখে গেলি
ভালোবাসার ভেলকিবাজি এই জীবনে দেখিয়ে গেলি
ভালোবাসার পালকিখানা মাঝ রাস্তাতে রেখে গেলি
ভালোবাসার ভেলকিবাজি এই জীবনে দেখিয়ে গেলি
তোকে রেখে দেবো মনে, সবই ভাববো প্রতিক্ষণে
কত কিছু লিখিয়ে যে দিলি
তবু প্রশ্নগুলো রবে, তুই কি ভালোবেসেছিলি?
যদি ভালোবেসেছিলি, কেন একলা রেখে গেলি?
তবু প্রশ্নগুলো রবে, তুই কি ভালোবেসেছিলি?
যদি ভালোবেসেছিলি, কেন একলা রেখে গেলি?
রাতে রাত জাগা পাখি হয়ে ঘুরে আমার প্রশ্নগুলো
শান্ত বুকের নিচে কুরে কুরে খায় মন, স্বাক্ষী পাজরগুলো
ও, রাতে রাত জাগা পাখি হয়ে ঘুরে আমার প্রশ্নগুলো
শান্ত বুকের নিচে কুরে কুরে খায় মন, স্বাক্ষী পাজরগুলো
তোর ভালো থাকা গুনে পারি আমিও নিতে কিনে
যতটুকু ছিনিয়ে যে নিলি
তবু প্রশ্নগুলো রবে, তুই কি ভালোবেসেছিলি?
যদি ভালোবেসেছিলি, কেন একলা রেখে গেলি?
তবু প্রশ্নগুলো রবে, তুই কি ভালোবেসেছিলি?
যদি ভালোবেসেছিলি, কেন একলা রেখে গেলি?
এক সাথে থাকা সব করে ফাঁকা দিলি তুই একলা করে
শান্ত বুকের নিচে জমে থাকা রক্ত ঝর্ণার মতন ঝরে
ও, এক সাথে থাকা সব করে ফাঁকা দিলি তুই একলা করে
শান্ত বুকের নিচে জমে থাকা রক্ত ঝর্ণার মতন ঝরে
তোর সব স্বপ্ন জুড়ে হয় দুঃস্বপ্ন ভোরে
ফেরাতে যে দিয়ে গিয়েছিলি
তবু প্রশ্নগুলো রবে, তুই কি ভালোবেসেছিলি?
যদি ভালোবেসেছিলি, কেন একলা রেখে গেলি?
তবু প্রশ্নগুলো রবে, তুই কি ভালোবেসেছিলি?
যদি ভালোবেসেছিলি, কেন একলা রেখে গেলি?