শিরোনাম:-যারে আমার মনটা দেব। 
শিল্পী:-সোহাগ। 
⫸=====Rifat=====⫷ 
জারে আমার মনটা দেব, 
পেলাম না গো তারে, 
জারে আমার মনটা দেব, 
পেলাম না গো তারে, 
জানিনা সে কোন বা দেশে, 
জানিনা সে কোন বা দেশে, 
মন যমুনার ঘাটে রে বন্ধু, 
জারে আমার মনটা দেব, 
পেলাম না গো তারে, 
জারে আমার মনটা দেব, 
পেলাম না গো তারে, 
  কপাল বুঝি পোড়া আমার, 
বিফলে জীবন, 
ভালোবাসা তাও কি শুধু, 
নিষ্ফল আবেদন, 
আসারই ঘর ভাঙ্গে শুধু, 
  আসারই ঘর ভাঙ্গে শুধু, 
দীর্ঘশ্বাসে জড়েরে বন্ধু, 
জারে আমার মনটা দেব, 
পেলাম না গো তারে, 
জারে আমার মনটা দেব, 
পেলাম না গো তারে, 
  তারই আশায় পন্ত চেয়ে, 
থাকবো যতকাল, 
বুক ভাসাইয়া চোখেরি জলে, 
থাকবো কতকাল, 
আসারই ঘর ভাঙ্গে শুধু, 
  আসারই ঘর ভাঙ্গে শুধু, 
দীর্ঘশ্বাসের জড়েরে বন্ধু, 
জারে আমার মনটা দেব, 
পেলাম না গো তারে, 
জারে আমার মনটা দেব, 
পেলাম না গো তারে, 
জানিনা সে কোন বা দেশে, 
জানিনা সে কোন বা দেশে, 
মন যমুনার ঘাটে রে বন্ধু, 
জারে আমার মনটা দেব , 
পেলাম না গো তারে, 
জারে আমার মনটা দেব, 
পেলাম না গো তারে, 
⫸=ধন্যবাদ=⫷