menu-iconlogo
logo

বুড়ি হইলাম তোর কারণে

logo
Lyrics
শিল্পী ডলি সান্তনি

১ মেয়ে

২ ছেলে

কত কষ্ট করে আমি..

কামাই রোজগার করে আনি.

কত কষ্ট করে আমি..

কামাই রোজগার করে আনি.

তবু বন্দুর মন পাইলাম নারে

বুড়ি হইলাম তোর কারণে

পরানের বান্দব রে বান্দব।

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্দব রে বান্দব

বুড়ি হইলাম তোর কারণে

কোদালে কাটিয়া মাটি..

হাতুর দিয়া পাথর ভাঙ্গি.

কোদালে কাটিয়া মাটি

হাতুর দিয়া পাথর ভাঙ্গি.

মাথার ঘাম পায়ে ফেলি

মাথার ঘাম পায়ে ফেলি

তবু দুঃখ গেল নারে.

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্দব রে বান্দব

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্দব রে বান্দব

বুড়ি হইলাম তোর কারণে

চা বাগানে একলা জীবন.

মর্ম ব্যথা দেয় যে কেবল

চা বাগানে একলা জীবন

মর্ম ব্যথা দেয় যে কেবল।

পিঠের এক বাঁশের ঝুড়ি

পিঠের এক বাঁশের ঝুড়ি

সবুজ চায়ের ভাঙ্গে কুড়ি

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্দব রে বান্দব

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্দব রে বান্দব

বুড়ি হইলাম তোর কারণে

ভেবে সাধক অহেদ বলে

পাতার বাহার দেখে দেখে

ভেবে সাধক অহেদ বলে

পাতার বাহার দেখে দেখে

চড়াই নালায় গোসল করে

চড়াই নালায় গোসল করে

কত নারীর জীবন গেল রে

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্দব রে বান্দব

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্দব রে বান্দব

বুড়ি হইলাম তোর কারণে

পরাণের বান্দব রে বান্দব

বুড়ি হইলাম"তোর কারণে

পরাণের বান্দব রে বান্দব

বুড়ি হইলাম তোর কারণে

ধন্যবাদ সবাইকে