menu-iconlogo
huatong
huatong
Lyrics
Recordings
শোনো, বাতাসে আজও ডাক পাঠাই

তোমায় চেয়েছি নিশিদিন

শোনো, বাতাসে আজও ডাক পাঠাই

আমায় কোরো না তুমিহীন

যত দূরে যাবে, আমাকেই পাবে

যত দূরে যাবে, আমাকেই পাবে

যেমন সকালে মেশে রৌদ্র রঙিন

দিন যায় অকারণ কী কথা ভেবে

মন তার সে বারণ শুনিয়ে নেবে

ও, একবার কাছে চাই বাধাবিহীন

যত দূরে যাবে, আমাকেই পাবে

যেমন সকালে মেশে রৌদ্র রঙিন

সেইসব সোনালি স্বপ্নবেলা

সেই রাত চৈতালি, কত না খেলা

ফিরে পেতে চাই হারানো দিন

যত দূরে যাবে (যত দূরে যাবে), আমাকেই পাবে (আমাকেই পাবে)

যেমন সকালে মেশে রৌদ্র রঙিন

More From Somlata Acharyya Chowdhury/Arnab Chakrabarty

See alllogo

You May Like

Joto Dure Jabe by Somlata Acharyya Chowdhury/Arnab Chakrabarty - Lyrics & Covers