menu-iconlogo
logo

Bhalo Lage Swapnoke

logo
Lyrics

ভালো লাগে স্বপ্নকে,

রাত জাগা স্বপ্নকে,

হ, ভালো লাগে স্বপ্নকে,

রাত জাগা স্বপ্নকে,

ভালবেসে মন হারালে সে স্বপ্ন দেখা,

এই জীবনে সত্যি হলে,

সে স্বপ্ন সাথী এ জীবনে সাথী.. হলে..,

ভালো লাগে স্বপ্নকে,

হুম, রাত জাগা স্বপ্নকে,

হা, ভালো লাগে স্বপ্নকে,

রাত জাগা স্বপ্নকে,

ভালবেসে মন হারালে সে স্বপ্ন দেখা,

এ জীবনে সত্যি হলে,

সে স্বপ্ন সাথী এ জীবনে সাথী.. হলে ..,

যত কাছে আসি তত, ও..ও..ও..ও,

যত কাছে আসি তত, বেড়ে যায় আশা যে,

আরো বেশি কাছে চাই,

আজ ভালোবাসা যে,

যত কাছে আসি তত, বেড়ে যায় আশা যে,

আরো বেশি কাছে চাই,

আজ ভালোবাসা যে,

ভালো লাগে বৃষ্টিকে,

হুমম আকাশের দৃষ্টিকে,

ওওও ভালো লাগে বৃষ্টিকে,

আকাশের দৃষ্টিকে,

ভালবেসে মন হারালে সে স্বপ্ন দেখা,

এই জীবনে সত্যি হলে,

সে স্বপ্ন সাথী এ জীবনে সাথী.. হলে ..,

যত কথা বল সবি, ও..ও..ও..ও,

যত কথা বল সবি মনে হয় কবিতা,

সাত রংয়ে সাজে দিন রাত্রির ছবি টা,

যত কথা বল সবি মনে হয় কবিতা,

সাত রংয়ে সাজে দিন রাত্রির ছবি টা,

ভালো লাগে সন্ধাকে,

হুম, রজনী গন্ধাকে,

হ,ভালো লাগে সন্ধাকে হুম রজনী গন্ধাকে,

ওওও ভালবেসে মন হারালে,

সে স্বপ্ন দেখা এই জীবনে সত্যি হলে,

সে স্বপ্ন সাথী এ জীবনে সাথী.. হলে..,

ভালো লাগে স্বপ্নকে,

হুম, রাত জাগা স্বপ্নকে,

হ, ভালো লাগে স্বপ্নকে,

রাত জাগা স্বপ্নকে,

ভালবেসে মন হারালে সে স্বপ্ন দেখা,

এই জীবনে সত্যি হলে সে স্বপ্ন সাথী,

এ জীবনে সাথী.. হলে ...,

এ জীবনে সাথী.. হলে ...,

Bhalo Lage Swapnoke by Sonu Nigam/Shreya Ghoshal - Lyrics & Covers