menu-iconlogo
huatong
huatong
souls-colleger-corridore-cover-image

Colleger Corridore

Soulshuatong
K.r.Reasonhuatong
Lyrics
Recordings
কলেজের করিডোরে দেখেছি

চোখদুটি ছিলো যার সুন্দর

মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে

সে যে এই বিরহের অন্তর

সে যে এই বিরহের অন্তর

কলেজের করিডোরে দেখেছি

চোখদুটি ছিলো যার সুন্দর

মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে

সে যে এই বিরহের অন্তর

সে যে এই বিরহের অন্তর

[Created by: K.r. Reason's Diary]

আলাপের প্রয়োজনে একদিন

শিরীষ গাছের নিচে দাড়িয়ে

নির্জনে একা পেয়ে বললাম

লজ্জার আবরন সরিয়ে

আলাপের প্রয়োজনে একদিন

শিরীষ গাছের নিচে দাড়িয়ে

নির্জনে একা পেয়ে বললাম

লজ্জার আবরন সরিয়ে

তুমি তো বোঝালে

জীবনের মানে কত সুন্দর

কলেজের করিডোরে দেখেছি

চোখদুটি ছিলো যার সুন্দর

মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে

সে যে এই বিরহের অন্তর

সে যে এই বিরহের অন্তর

দুপুরের খর রোদে সেই চোখ

দীঘির জলের মত শান্ত

দু’জনেই মুখোমুখি দাড়িয়ে

মুখে নেই নেই কোন শব্দ

দুপুরের খর রোদে সেই চোখ

দীঘির জলের মত শান্ত

দু’জনেই মুখোমুখি দাড়িয়ে

মুখে নেই নেই কোন শব্দ

তুমি তো হারালে

আমাকে দিয়ে কিছু রোদ্দুর

কলেজের করিডোরে দেখেছি

চোখদুটি ছিলো যার সুন্দর

মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে

সে যে এই বিরহের অন্তর

সে যে এই বিরহের অন্তর

কলেজের করিডোরে দেখেছি

চোখদুটি ছিলো যার সুন্দর

মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে

সে যে এই বিরহের অন্তর

সে যে এই বিরহের অন্তর

More From Souls

See alllogo

You May Like