menu-iconlogo
huatong
huatong
souls-phire-to-pabo-na-cover-image

Phire To Pabo Na

Soulshuatong
raxaulraxaulhuatong
Lyrics
Recordings

কি ভুলে গেছো ভুলে আমায় আড়ালে একা

হৃদয়ে দেয়াল তুলে তোমার হারালে কোথায়

আমার আকাশে আজ বরিষরন,

কালো মেঘে ঢাকা এ মন।

ফিরে তো পাবোনা তোমাকে কভু আর,

হবে না তুমি তো আমার।

খুলে মনো দ্বার ভাঙ্গা মন আমার,

খোজে তোমাকে বারেবার।

Music

কেন হলো এমন, ভেঙ্গে দিলে এ মন।

ফেলে গেলে শুদুরে,

এত ভালবাসা মনের যত আশা

হারিয়ে গেলো কোনো ঝড়ে।

দু চোখ খুজে আলোর ই রেখা,

নেই তোমার দেখা।

ফিরে তো পাবোনা তোমাকে কভু আর,

হবে না তুমি তো আমার।

খুলে মনো দ্বার ভাঙ্গা মন আবার,

খোজে তোমাকে বারেবার।

Classical Singer (CSS)

ক্ষমা করো মোরে ভালবাসা দূরে,

শরে গেলে অবহেলায়।

ভালবাসা জানি মিছে আসা মানি,

মন ভাঙ্গার খেলা।

কি সুখ পেলে তুমি বল না,

আমায় করে ছলনা।

ফিরে তো পাবোনা তোমাকে কভু আর,

হবে না তুমি তো আমার।

খুলে মনো দ্বার ভাঙ্গা মন আমার,

খোজে তোমাকে বারেবার।

কি ভুলে গেছো ভুলে আমায় আড়ালে একা

হৃদয়ে দেয়াল তুলে তোমার হারালে কোথা

আমার আকাশে আজ বরিষরন,

কালো মেঘে ঢাকা এ মন।

ফিরে তো পাবোনা তোমাকে কভু আর,

হবে না তুমি তো আমার।

খুলে মনো দ্বার ভাঙ্গা মন আমার,

খোজে তোমাকে বারেবার।

Thanks For Like

More From Souls

See alllogo

You May Like