lyrics -আমি আর কতকাল সইবো দয়াল রে বন্দের প্রেমের জ্বালা।
<
>>> আরো নতুন নতুন গান পেতে কমেন্ট সেয়ার করেন। ধন্যবাদ সবাইকে। >>> My=ID.62138942042=Follow my Acount <<<>>>> আমি আর কতকাল সইবো দয়াল রে... বন্দের প্রেমের জ্বালা লায়... দোখে দোখে মারে- আমায় করে অবহেলা রে.. দোখে দোখে মারে- আমায় করে অবহেলা। আমি আর কতকাল সইবো দয়াল রে.. বন্দের প্রেমের জ্বালা লায়.... দোখে দোখে মারে- আমায় করে অবহেলা রে.. দোখে দোখে মারে- আমায় করে অবহেলা। [ White >>>>SR- Sabul=BD.R.K=Family ] >>>>>>>>Play <<<<<< জাত কুলমান সবি দিলাম বন্দের প্রমেও তরে রে... বন্দের প্রেমও তরে.. কোন বাসর গো সুখের আশায় বন্দে গেলো ছেড়ে রে... বন্দে গেলো ছেড়ে। জাত কুলমান সবি দিলাম বন্দের প্রেমের তরে রে.. বন্দের প্রেমের তরে... কোন বাসর গো সুখের আশায় বন্দে গেলো ছেড়ে রে.. বন্দে গেলো ছেড়ে... হায় রে প্রেম পিরীতির এমন জ্বালা. রে... বুঝি নাই তো আগে... বন্দের শনে প্রেম করিয়া দুঃখই পেলাম ভাগে রে.. বন্দের শনে প্রেম করিয়া দুঃখই পেলাম ভাগে... [[white... আরো নতুন নতুন গান আপলোড হবে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে। (Uploaded =by= SR-SabulAhmed) <<<<>>> বিশ্বাস করি কারে বলো বিশ্বাস ইতো নাই.. মনটা কিও ভালোবেসে হয় না প্রেমের ঠাই রে.. হয় না প্রেমের ঠাই.. বিশ্বাস করি কারে বলো বিশ্বাস ইতো নাই... মনটা কি ও ভালোবেসে হয় না প্রেমর ঠাই রে হয় না প্রেমের ঠাই। হায় রে সেবুল ভাইয়ে কেঁদে বলে রে... হইলো জীবন সাড়া.. বন্দের শনে প্রেম করিয়া হইলাম প্রেমও মরা রে.. বন্দের শনে প্রেম করিয়া হইলাম প্রেমও মরা.। আমি আর কতকাল সইবো দয়াল রে... বন্দের প্রেমের জ্বালা- লায়... দোখে দোখে মারে- আমায় করে অবহেলা রে... দোখে দোখে মারে- আমায় করে অবহেলা। আমি আর কতকাল সইবো দয়াল রে... বন্দের প্রেমের জ্বালা -লায়.. দোখে দোখে মারে- আমায় করে অবহেলা রে... দোখে দোখে মারে- আমায় করে অবহেলা।