See who's singing “প্রবাসীর বউ”
(1) পাট মেয়ে (2) পাট ছেলে
︎︎꧁?꧂ ︎︎
꧁SR Sabul ꧂
?=BD.R.K=Famliy
? ? ?
MD Ramjan
F= স্বামী আমার বিদেশ থাকে বছর তিনেক হয়
মাঝেমধ্যে টেলিফোনে একটু কথা হয়
আদর সোহাগ কি জিনিস তা এখন শুধু স্মৃতি
বিদেশ গেলে দরকার টা কি বিয়ে নামের নীতি
মাথার কিরা দিলাম এবার ফিরে আসেন বাড়ি
নইলে একদিন শুনবেন ঠিকি
গেছি দুনিয়া ছাড়ি
মাথার কিরা দিলাম এবার ফিরে আসেন বাড়ি
নইলে একদিন শুনবেন ঠিকি
গেছি দুনিয়া ছাড়ি
M= আমিও তো মানুষরে বউ কেমনে বুঝাই তোরে
দেশের কথা মনে হলে পরান আমার পুড়ে
তোদের সুখের জন্যই তো থাকি দূর প্রবাসে
টাকা কড়ি গয়না গাটি পাঠায় প্রতি মাসে
সত্যি কথা বলছি রে বউ জানতে যদি চাও
বলবো শুধু বেঁচে আছি হইয়া জিন্দা লাশ
সত্যি কথা বলছি রে বউ জানতে যদি চাও
বলবো শুধু বেঁচে আছি হইয়া জিন্দা লাশ
?
? ? ?
MD RAMJAN
?=?=BD R.K Famliy
︎︎꧁?꧂ ︎︎
꧁SR SABUL ꧂
F= স্বামী যার বিদেশ থাকে সে বুঝে কি জ্বালা
পাড়া পড়শী স্বজনেরা কেউ পায়ই না বালা
শাশুড়ির ননদী তো ঘরে বাইরে জ্বালা
এমন জীবন থাকার চাইতে মরণ অনেক ভালো
M= গরিব ঘরের জন্মমাইছি বউ তাই কপালের দোষে
জায়গা জমি বেয়চা দিয়া আইছি দূর প্রবাসে
বিদেশেতে কর্ম কইরা আনমু অনেক টাকা
পোড়া কপাল জোড়া লইবে ঘুরবে ভাগ্যের চাকা
F= মাথার কিরা দিলাম এবার ফিরে আসেন বাড়ি
নইলে একদিন শুনবেন ঠিকি
গেছি দুনিয়া ছাড়ি
M= সত্যি কথা বলছি রে বউ জানতে যদি চাও
বলবো শুধু বেঁচে আছি হইয়া জিন্দা লাশ
?
? ? ?
MD RAMJAN URO CHITI Famliy
?=?≠BD R.K Famliy
︎︎꧁?꧂ ︎︎
꧁_?R SABUL ꧂
F= নারী জাতি অবলা তাই কে বুঝে তার ব্যথা
বুক ফাটে তো মুখ ফুটিয়া কয় না মনের কথা
চোখের জলে বুক ভেসে যায় প্রবাসির বউ আমি
খোদার কাছে মোনাজাতে আপনারে চাই স্বামী
M= রাগ করিস না শোনরে কথা আমার ময়না টিয়া
কত ভালোবাসি তোরে বুঝামু কি দিয়া
তুই তো আমার আন্ধার ঘরের পূর্ণিমারই চাঁদ
তোরে কাছে পাইতে আমার পুড়ে পরান খান
F= মাথার কিরা দিলাম এবার ফিরে আসেন বাড়ি
নইলে একদিন শুনবেন ঠিকি
গেছি দুনিয়া ছাড়ি
M= সত্যি কথা বলছি রে বউ জানতে যদি চাও
বলবো শুধু বেঁচে আছি হইয়া জিন্দা লাশ
?
? ? ?
Ramjan
?=?=B?=R.K=Famliy
︎︎꧁?꧂ ︎︎
꧁__S? Sabul꧂
F= গায়ের বধু পোড়া কপাল আমি জন্মম দুখি
আপনার পাশে থাকলে একটু নুনবাতেই সুখি
একটু মায়া থাকলে মনে ফিরে আসেন বাড়ি
নইলে এবার সত্যি সত্যি দিব জন্মের আড়ি
M= আর কয়টা দিন সবুর কর বউ
সামনে ফাল্গুন মাসে
তোরি কাছে আসবো ফিরে
বিদেশ থেকে দেশে
প্রবাসী জীবন বড় কষ্টের
নাই যে আমি সুখে
পুরা বুকটা করবো শীতল লইয়া তোরে বুকে
F= মাথার কিরা দিলাম এবার ফিরে আসেন বাড়ি
নইলে একদিন শুনবেন ঠিকি
গেছি দুনিয়া ছাড়ি
M= সত্যি কথা বলছি রে বউ জানতে যদি চাও
বলবো শুধু বেঁচে আছি হইয়া জিন্দা লাশ
? ? ?