menu-iconlogo
huatong
huatong
avatar

Jeno kichu mone korona

Srikanto Acharyahuatong
fightmanhuatong
Lyrics
Recordings
যেন কিছু মনে করো না

কেউ যদি কিছু বলে

কতো কি যে সয়ে যেতে হয়

ভালোবাসা হলে

যেন কিছু মনে করো না

কেউ যদি কিছু বলে

কতো কি যে সয়ে যেতে হয়

ভালোবাসা হলে

যেন কিছু মনে করো না

কেউ যদি কিছু বলে

কেউ যদি দেখে ফেলে

আসো তুমি এই পথে

তার কোন কথা শুনে

থেমোনা গো কোনমতে

কেউ যদি দেখে ফেলে

আসো তুমি এই পথে

তার কোন কথা শুনে

থেমোনা গো কোনমতে

চোখ দুটি ভরো না

অভিমান এ আঁখিজলে

যেন কিছু মনে করো না

কেউ যদি কিছু বলে

ফাগুনকে আজও মনে পড়ে

মেঘ এলে ফাগুনে

সোনা সে তো খাঁটি সোনা হয়

পুড়ে গেলে আগুনে

ফাগুনকে আজও মনে পড়ে

মেঘ এলে ফাগুনে

সোনা সে তো খাঁটি সোনা হয়

পুড়ে গেলে আগুনে..

তাই বলি দেখা পেলে

ভেঙ্গে তুমি পরোনা গো

স্বরলিপি নাই থাক

গান ভুল করোনা গো

তাই বলি দেখা পেলে

ভেঙ্গে তুমি পরোনা গো

স্বরলিপি নাই থাক

গান ভুল করোনা গো

সব কথা গঞ্জনা

মানো শুধু খেলাছলে

যেন কিছু মনে করো না

কেউ যদি কিছু বলে

কতো কি যে সয়ে যেতে হয়

ভালোবাসা হলে

যেন কিছু মনে করো না

কেউ যদি কিছু বলে

যেন কিছু মনে করো না

কেউ যদি কিছু বলে

More From Srikanto Acharya

See alllogo

You May Like

Jeno kichu mone korona by Srikanto Acharya - Lyrics & Covers