STK
গান : দিন আসে দিন যায় তোমার আশায়
কণ্ঠশিল্পী : কুমার শানু এবং সাধনা সারগাম
ছায়াছবি : অন্নদাতা
== Music ==
F- দিন আসে দিন যায় তোমার আশায়
দিন গুনে আমার মন
সপ্নের দিন এই জীবনে আসবে কখন
ও..দিন আসে দিন যায় তোমার আশায়
দিন গুনে আমার মন
সপ্নের দিন এই জীবনে আসবে কখন
এই মনে জাগে বিরহ যে আশা তোমায় খোঁজে
সাথী ছাড়া লাগে শূন্য জীবন...
M-ও…দিন আসে দিন যায় তোমার আশায়
দিন গুনে আমার মন
সপ্নের দিন এই জীবনে আসবে কখন
এই মনে জাগে বিরহ যে, আশা তোমায় খোঁজে
সাথী ছাড়া লাগে শূন্য জীবন...
F- ও দিন আসে দিন যায় তোমার আশায়
দিন গুনে আমার মন
M- সপ্নের দিন এই জীবনে আসবে কখন....
== Music =
F- কাছে ছিলে তুমি যখন,,
কেনো যে বুঝিনি তোমাকে তখন....
M-ও…আজকে কাছে চাই তোমাকে
বুঝেছি এখন তুমি কতো যে আপন...
F-ও..দূরে গিয়ে তাই কি এতো কাছে আসা
ভালোবাসা এলো জীবনে প্রথম...
M-ও..দিন আসে দিন যায় তোমার আশায়
দিন গুনে আমার মন
সপ্নের দিন এই জীবনে আসবে কখন
F-দিন আসে দিন যায় স্বপ্ন আশায়
দিন গুনে আমার মন
সপ্নের দিন এই জীবনে আসবে কখন......
== Music =
M- কাছে এসে বুঝেছি আমি,,
কি কথা বলে, ওই চোখেরই ভাষা...
F- স্বপ্ন মনে সাজিয়ে নিলাম......
তোমাকে কাছে চায় এই ভালোবাসা
M- ও..হারাতে চেয়েছি… আমিও তোমাতে
তুমি সাথী জানি আমারই জীবন….
F- দিন আসে দিন যায় তোমার আশায়
দিন গুনে আমার মন
সপ্নের সেই রাত জীবনে আসবে কখন
M-ও দিন আসে দিন যায় তোমার আশায়
দিন গুনে আমার মন
সপ্নের দিন এই জীবনে আসবে কখন......!
ধন্যবাদ