Song: Mahabiswe Mahakashe
Type: Rabindra Sangeet
Artist: Debangana Sarkar
Track: Subhadip_Stk on Sm
======================
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে..
আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে..
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে..।
Karaoke: Subhadip(dodo)
Please Follow me on Sm:
Subhadip_Stk
তুমি আছ, বিশ্বনাথ, অসীম রহস্যমাঝে
তুমি আছ, বিশ্বনাথ, অসীম রহস্যমাঝে
নীরবে একাকী, আপন মহিমানিলয়ে,
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে..।
Subhadip(dodo) & Stk
Track by: Subhadip
Follow: Subhadip_Stk
অনন্ত এ দেশকালে, অগণ্য এ দীপ্ত লোকে,
তুমি আছ মোরে চাহি-- আমি চাহি তোমা-পানে।
অনন্ত এ দেশকালে, অগণ্য এ দীপ্ত লোকে,
তুমি আছ মোরে চাহি-- আমি চাহি তোমা-পানে।
স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর--
স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর--
এক তুমি, তোমা-মাঝে, আমি একা নির্ভয়ে..
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে..
আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে..
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে…।
=== সমাপ্ত ===
সকলে ভালো থাকুন
ধন্যবাদ
Stk Stereo