SONG UPLOADED BY
👇👇👇👇👇👇
👉👉♥️♥️SUBHASIS Ⓜ️Ⓜ️🅱️♥️♥️👈👈
PARTY ROOM ID 299240
BEKHAYALI BENGALI VERSION
MUSIC
হমমম .... হমমমম...
হমমমমম...
হমমম .... হমমমম...হমমমমম...
বেখেয়ালি মন আমারই, তোর কথা ভাবে।
ভুলে যাবো খুব সহজে, ভাবলি কিভাবে?
তোরই স্মৃতি নিয়ে, দিন
কাটে, রাত কাটে আমার।
বুকে জ্বালা নিয়ে, সাঁতরে যাই , প্রেম নদীর জোয়ার।
তোর... স্মৃতিরা আজ
আমায়, বল কেন যে কাঁদায়,
কেন কাঁদে হিয়ারে।
মাঝ ... রাতে জেগে উঠে, আমি নীরবে কাদি,
আমি ডাকি পিয়ারে।
উউউ ...
বেখেয়ালি মন আমারই ,তোর কথা ভাবে,
ভুলে যাবো খুব সহজে, ভাবলি কিভাবে।
কেন থেমে গেলো,
দুজনার ,এক পথে চলা?
ভুলে যাওয়া কি বল, খুব সহজ?
যত সহজ বলা।
MUSIC
কেন অকারণ, করে জ্বালাতন , তোর মোহ,
তোর মায়া।
তোর ছবি নিয়ে বেঁচে আছি আজও, খুঁজে ফিরি
তোর ছায়া
তোকে উম উম....
তোর... স্মৃতিরা আজ আমায়, বল কেন যে কাদায়, কেন কাঁদে হিয়ারে।
মাঝ ... রাতে জেগে উঠে, আমি
নীরবে কাঁদি, আমি ডাকি পিয়ারে।
উউউ ......
MUSIC
ফিরিয়ে দে, হারানো দিন , হারানো ভালোবাসা আমার,
ফিরিয়ে দে, কাটানো
রাত,কাটানো সময় ভালোবাসার।
বেখেয়ালি মন আমারই তোর কথা ভাবে,
ভুলে যাবো খুব সহজে ভাবলি কিভাবে।
MUSIC
অভিমানি মন তোর, করেছে ধোঁয়াশা,
হয়তো কোনো দিন, কাটবে কুয়াশা।
তাই তোর কাছে, ফিরে ফিরে আসি,
হয়ে শুধু তোরই,প্রেমের পিয়াসী ।
অভিমানি মন তোর, করেছে ধোঁয়াশা,
হয়তো কোনো দিন, কাটবে কুয়াশা।
তাই তোর কাছে, ফিরে ফিরে আসি,
হয়ে শুধু তোরই, প্রেমের পিয়াসী..।
বেখেয়ালি মন আমারই, তোর কথা ভাবে,
ভুলে যাবো খুব সহজে, নিজের স্বভাবে।
তোরই স্মৃতি ভুলে বেঁচে রবো , কাটবে এই জীবন।
হয়তো রয়ে যাবে মন কোণে, তোরই বিচরণ।।
অসংখ্য ধন্যবাদ সবাইকে ।।