F=চুপি চুপি একটু শোনো
কানে কানে একটু শোনো
এই আমারই ঘুম পাড়ানি গান
চুপি চুপি একটু শোনো
কানে কানে একটু শোনো
এই আমারই ঘুম পাড়ানি গান
================
বেবী নাজনীন ও এন্ড্রু কিশোর
ছায়াছবি=খুনের পরিনাম
======Music======
আপলোড=সুলতান মাহমুদ
গাজীপুর মিউজিক ক্লাব ফ্যামিলি
=ID=62003513085=
=======Ready=======
F=চুপি চুপি একটু শোনো
কানে কানে একটু শোনো
তুমি আমার তুমি আমার জান
এই চোখেরি আলো তুমি এই বুকেরি প্রাণ
M=চুপি চুপি একটু শোনো
কানে কানে একটু শোনো
তুমি আমার তুমি আমার জান
চুপি চুপি একটু শোনো
কানে কানে একটু শোনো
তুমি আমার তুমি আমার জান
এই চোখেরই আলো তুমি এ বুকেরই প্রাণ
F=চুপি চুপি একটু শোনো না,,,,,
======Music======
আপলোড=সুলতান মাহমুদ
গাজীপুর মিউজিক ক্লাব ফ্যামিলি
=ID=62003513085=
=======Ready=======
F=এত ছোট জীবনটাতে
এত ভালোবাসা
সবই তোমায় দেবো বলে
এত কাছে আসা
M=ওই মনেরই কারাগারে
বন্দি করে রাখো
কেউ যেন না দেখে ফেলে
আচল দিয়ে ঢাকো
F=ও ওএই ঠোটেরি ভাষা তুমি
এই হৃদয়ের গান
M=চুপি চুপি একটু শোনো
কানে কানে একটু শোনো
তুমি আমার তুমি আমার জান
F=এই চুপি চুপি একটু শোনো
কানে কানে একটু শোনো
তুমি আমার তুমি আমার জান
======Music======
আপলোড=সুলতান মাহমুদ
গাজীপুর মিউজিক ক্লাব ফ্যামিলি
=ID=62003513085=
=======Ready=======
M=এই আমি তো বদলে গেছি
তুমি তুমি করে
করলে দখল অন্তর আমার
কখন অগোচরে
F=লাখো তারার মাঝে জানি
একটা চাঁদই ওঠে
তোমায় পাবার একটা স্বপ্ন
মনের বনে ফোটে
M=এই জীবনের আশা তুমি
আমার পিছুটান
F=চুপি চুপি একটু শোনো
কানে কানে একটু শোনো
তুমি আমার তুমি আমার জান
M=এই চুপি চুপি একটু শোনো
কানে কানে একটু শোনো
তুমি আমার তুমি আমার জান
F=হো এই চোখেরই আলো তুমি
এই বুকেরই প্রাণ
চুপি চুপি একটু শোনো,,,,,
=========ধন্যবাদ========