অনেক জনপ্রিয় একটি গান
তোমরা কইওগো বুঝাইয়া
তোমরা কইও গো বুঝাইয়া
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !
তোমরা কইওগো বুঝাইয়া
তোমরা কইও গো বুঝাইয়া
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া
,হাসান মাহমুদ রাসেল
জৈষ্ঠ গেলো আষাঢ় গেলো শ্রাবণ ফুরাইলো
জৈষ্ঠ গেলো আষাঢ় গেলো শ্রাবণ ফুরাইলো
কারে দিবো সোনার যৌবন
না আসলে ফিরিয়া হায় গো
কারে দিবো সোনার যৌবন
না আসলে ফিরিয়া হায়গো
তোমরা কইওগো বুঝাইয়া
তোমরা কইওগো বুঝাইয়া
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !
তুমরা তো বুঝাও গো সখি
মনে তো বুঝে না
তুমরা তো বুঝাও গো সখি
মনে তো বুঝে না
দেইখা আইলাম বন্ধুর বাসর
ফুলে ফুলে ভরা হাইগো
দেইখা আইলাম বন্ধুর বাসর
ফুলে ফুলে ভরা হায়গো
তোমরা কইওগো বুঝাইয়া
তোমরা কইওগো বুঝাইয়া
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া
!প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া
কালো রুপের জ্বালা সখি
বুঝিবে কেমনে ।।
কালো রুপের জ্বালা সখি
বুঝিবে কেমনে ।।
যে দেইখাছে সে মইরাছে
জানে আমার মনে হায় গো
যে দেইখাছে সে মইরাছে
জানে আমার মনে
হায়গো ………
তোমরা কইওগো বুঝাইয়া
তোমরা কইওগো বুঝাইয়া
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া
তুমরা যদি দেখতে সখি
আমারই নয়নে ।।
তুমরা যদি দেখতে সখি
আমারই নয়নে ।।
কুলো মান ছাড়িয়া যাইত
পাগলিনী হইয়া
কুলো মান ছাড়িয়া যাইত
পাগলিনী হইয়া
তোমরা কইওগো বুঝাইয়া
তোমরা কইও গো বুঝাইয়া
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া !
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া
প্রাণ বন্ধু মোর আসবে কী গো
আমি যদি যাই মরিয়া