"এই গানটির পছন্দ ""
"" সুমাইয়া আক্তার ""
""" তাহমিনা """
কতটা ঘাম ঝরে শুধু
সূর্যটাই জানে
কত কষ্ট করে বাবা
কামাই করে আনে
কতটা ঘাম ঝরে শুধু
সূর্যটাই জানে
কত কষ্ট করে বাবা
কামাই করে আনে
কোথাও বাবার মন বসে না
কোথাও বাবার মন বসে না
সন্তানের-ই টানে
বাবা তোমার বুকে কত মায়া বিধাতাই জানে
বাবা তোমার বুকে কত মায়া বিধাতাই জানে
SBL Family
তুমিও তো মানুষ বাবা
থাকার কথা মন
সেই মনে কি একটু সুখের
দেখে না স্বপন
ও…তুমিও তো মানুষ বাবা
থাকার কথা মন
সেই মনে কি একটু সুখের
দেখে না স্বপন
ইচ্ছে গুলো কর দাফন
ইচ্ছে গুলো কর দাফন
বুকের গোরস্থানে
বাবা তোমার বুকে কত মায়া বিধাতাই জানে
বাবা তোমার বুকে কত মায়া বিধাতাই জানে
ID : 10051890
দু চোখ ভরা স্বপ্ন তোমার
সন্তান বড় হবে
সৎকর্ম করে সন্তান
নিরাপদে রবে…
ও…দু চোখ ভরা স্বপ্ন তোমার
সন্তান বড় হবে
সৎকর্ম করে সন্তান
নিরাপদে রবে…
খোদার কাছে দুহাত তুলে
খোদার কাছে দুহাত তুলে
চাও~গো মনে মনে
বাবা তোমার বুকে কত মায়া বিধাতাই জানে
বাবা তোমার বুকে কত মায়া বিধাতাই জানে
Sumon_Ahmed_SBL
অসুখ হলে লুকাও তুমি
কাউকে বুঝতে দাও না…
জায়গা জমি বিক্রি করে
বসে বসে খাওনা…
ও…অসুখ হলে লুকাও তুমি
কাউকে বুঝতে দাও না…
জায়গা জমি বিক্রি করে
বসে বসে খাওনা…
এক জীবনে এতটা ত্যাগ
এক জীবনে এতটা ত্যাগ
করো গো কেমনে
বাবা তোমার বুকে কত মায়া বিধাতাই জানে
বাবা তোমার বুকে কত মায়া বিধাতাই জানে
কতটা ঘাম ঝরে শুধু
সূর্য টাই জানে
কত কষ্ট করে বাবা
কামাই করে আনে
কতটা ঘাম ঝরে শুধু
সূর্য টাই জানে
কত কষ্ট করে বাবা
কামাই করে আনে
কোথাও বাবার মন বসে না
কোথাও বাবার মন বসে না
সন্তানের-ই টানে
বাবা তোমার বুকে কত মায়া বিধাতাই জানে
বাবা তোমার বুকে কত মায়া বিধাতাই জানে
((ধন্যবাদ সবাইকে))