-==শিল্পী:- সুমন দেওয়ান==-
-=চয়েজ:- জামাল উদ্দীন=-
-=ফেমেলি:- SRF & RMP=-
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
মরন যদি আসে ওরে ও বেইমান
ভুলিবে না তোরে আমার এই অবুঝ প্রান~
মরন যদি আসে ওরে ও বেইমান
ভুলিবে না তোরে আমার এই অবুঝ প্রান~
ছাইড়া গেলি তুই আমারে কইরা অপমান
আজও আমি তোর বিরহে গাই বিরহের গান
মরন যদি আসে ওরে ও বেইমান
ভুলিবে না তোরে আমার এই অবুঝ প্রান~~
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
ভুলে যেতে পারলে ভুলেই যেতাম
হৃদয়েতে লেখা আছে শুধু তোরই নাম~~
===================
ভুলে যেতে পারলে ভুলেই যেতাম
হৃদয়েতে লেখা আছে শুধু তোরই নাম~
তোর লাগিয়া লোক সমাজে হইলোরে বদনাম
মইরা গেলে সব কিছুরই হইবো অবসান~
মরন যদি আসে ওরে ও বেইমান
ভুলিবে না তোরে আমার এই অবুঝ প্রান~~
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
ছোট ছোট স্মৃতি গুলো পিছু করে তারা
ইচ্ছে করেই দেই না আমি
তাদের ডাকে সাড়া~~
=====================
ছোট ছোট স্মৃতি গুলো পিছু করে তারা
ইচ্ছে করেই দেই না আমি
তাদের ডাকে সাড়া~~
খোদার কাছে দিলাম বিচার ওরে ও পাষান
তোরি বিচার করবে খোদা হাশরের ময়দান~
মরন যদি আসে ওরে ও বেইমান
ভুলিবে না তোরে আমার এই অবুঝ প্রান~
মরন যদি আসে ওরে ও বেইমান
ভুলিবে না তোরে আমার এই অবুঝ প্রান~
ছাইড়া গেলি তুই আমারে কইরা অপমান
আজও আমি তোর বিরহে গাই বিরহের গান
মরন যদি আসে ওরে ও বেইমান
ভুলিবে না তোরে আমার এই অবুঝ প্রান~~
======সমাপ্ত======