menu-iconlogo
huatong
huatong
avatar

কোন একদিন আমায় তুমি

Sumon_Singerhuatong
⭕SUMON🎯T-2⭕🇧🇩𝄞🅐🅜🅢𝄞huatong
Lyrics
Recordings
ফাউন্ডার সোহেল রানা

কোনো একদিন...

আমায় তুমি...

খুঁজবে...

সেই দিন ওগো প্রিয়ে.....

আমার ভালোবাসা বুঝবে

ও ও ও আমার ভালোবাসা বুঝবে

কোনো একদিন..আমায় তুমি...

খুঁজবে...

সেই দিন ওগো প্রিয়ে.....

আমার ভালোবাসা বুঝবে

ও ও ও.আমার ভালোবাসা বুঝবে

কোনো একদিন....

আপলোড.মোঃ আলামিন সরকার

এখন তোমার আর

আমাকে নেই কোন প্রয়োজন...

চারিদিকে ঘিরে আছে

তোমার কত..শত প্রিয়জন....

এখন তোমার আর

আমাকে নেই কোন প্রয়োজন...

চারিদিকে ঘিরে আছে

তোমার কত..শত প্রিয়জন....

ফেলে আসা দিন যাবে....

কাঁটা হয়ে প্রাণে বিধবে

ও ও ও.আমার ভালোবাসা বুঝবে

কোনো একদিন....

আপলোড.মোঃ আলামিন

ফাউন্ডার সোহেল রানা

তোমার প্রিয় জন..

থাকবে না যখন পাশে....

যৌবন যদি গো..

চলে যায় কোনদিন

সে কি আর ফিরে আসে..

তোমার প্রিয় জন..

থাকবে না যখন পাশে....

যৌবন যদি গো..

চলে যায় কোনদিন

সে কি আর ফিরে আসে..

মরণের পরপারে

যদি গো কখনো দেখা হয়....

সেদিনও দেখিবে তুমি

আছো জুড়ে মোর এ হৃদয়...

মরণের পরপারে

যদি গো কখনো দেখা হয়....

সেদিনও দেখিবে তুমি

আছো জুড়ে মোর এ হৃদয়..

আঁখিজল তবু চোখে....

ঝরো ঝরো অবিরাম ঝরবে

ও ও ও.আমার ভালোবাসা বুঝবে

কোনো একদিন..

আমায় তুমি .. খুঁজবে...

সেই দিন ও গো প্রিয়ে.....

আমার ভালোবাসা বুঝবে

ও ও ও.আমার ভালোবাসা বুঝবে।।

More From Sumon_Singer

See alllogo

You May Like