menu-iconlogo
huatong
huatong
avatar

moron jodi hoy

Suvro Devhuatong
🐦🅱angla🔸🇬aner🔸🅿akhihuatong
Lyrics
Recordings
তােমার প্রেমের আঘাতে

মরণ যদি হয়

তােমার প্রেমের আঘাতে

তবে জেনে রেখাে

সে মরন পরে ,

আরাে বেশী

মিশে রবাে তােমাতে ।

মরণ যদি হয়

তােমার প্রেমের আঘাতে ।

আমার এ চোখ,,

পাথর করে তুমি ,

যদি রাখাে সারাটি জীবন,,,

আমার এ চোখ -

পাথর করে তুমি ,

যদি রাখো সারাটি জীবন

তবু শুধু তােমায়

পাথর এই চোখেতে ,

এঁকে যাব

আঁধারের তুলিতে

ও ও হাে এঁকে যাব

আঁধারের তুলিতে

মরণ যদি হয়

তােমার প্রেমের আঘাতে ।

আমার এ মন,,,

খেলার ছলে যদি

ভেঙে ফেল কাঁকনের মতন,,,,,

আমার এ মন -

খেলার ছলে যদি

ভেঙে ফেল কাঁকনের মতন

তবু ভাঙা মনে

প্রতিটি কণাতে,,,

তুমি আছ থাকবেই আমাতে

ও ও হাে তুমি আছ

থাকবেই আমাতে,,,,

মরণ যদি হয়

তােমার প্রেমের আঘাতে

তবে জেনে রেখাে

সে মরন পরে

আরাে বেশী

মিশে রবাে তােমাতে

মরণ যদি হয়

তােমার প্রেমের আঘাতে

মরণ যদি হয়

তােমার প্রেমের আঘাতে,,,,,,

More From Suvro Dev

See alllogo

You May Like