এসো এসো কাছে এসো
এসো এসো কাছে এসো
তুমি ছাড়া ফাঁকা এ জীবন,
কবে হবে মধুর মিলন,
মধুর মিলন।
এসো এসো কাছে এসো
তুমি ছাড়া ফাঁকা এ জীবন
কবে হবে মধুর মিলন,
মধুর মিলন,
এসো এসো কাছে এসো
এসো এসো।।
একে একে সব ফুল বনে বনে ফুটেছে
রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে,
হো.. একে একে সব ফুল বনে বনে ফুটেছে
রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে,
পথ চেয়ে বসে আছি আসবে কখন
পথ চেয়ে বসে আছি আসবে কখন
এসো এসো..
এসো এসো কাছে এসো
তুমি ছাড়া ফাঁকা এ জীবন,
কবে হবে মধুর মিলন, মধুর মিলন
এসো এসো কাছে এসো
এসো এসো।।
যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই
পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই,
হো.. যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই
পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই,
কোন মানা মানে না তো এ অবুঝ মন
কোন মানা মানে না তো এ অবুঝ মন
এসো এসো..
এসো এসো কাছে এসো
এসো এসো কাছে এসো
তুমি ছাড়া ফাঁকা এ জীবন
কবে হবে মধুর মিলন, মধুর মিলন
এসো এসো কাছে এসো,
এসো এসো কাছে এসো।