menu-iconlogo
huatong
huatong
avatar

আমি তোমারি প্রেম ভিখারী

Syed Abdul Hadihuatong
n_magdalenahuatong
Lyrics
Recordings
আমি তোমারি প্রেম ভিখারী

ভালবেসে ঠাই দিও পরানে গো

ভালবেসে ঠাই দিও পরানে

আমি তোমারি তুমি আমারি

পাশে থেকো জীবনে মরনে গো

পাশে থেকো জীবনে মরনে

বুকেরো ভিতরে আন্ধার কুটিরে

তুমি ওগো চান্দেরও বাতি

চোখের মনিতে শয়নে স্বপনে

আছো তুমি দিবসও রাতি

ভালবেসে ঠাই দিও পরানে গো

পাশে থেকো জীবনে মরনে

তোমারে আমি যে কত ভালবাসি গো

বোঝাবো কেমনে বোঝাবো?

তোমারে না পেলে জানি আমি জানি গো

মরিব অকালে মরিব

ভালবেসে ঠাই দিও পরানে গো

পাশে থেকো জীবনে মরনে

আমি তোমারি প্রেম ভিখারী

ভালবেসে ঠাই দিও পরানে গো

ভালবেসে ঠাই দিও পরানে

আমি তোমারি তুমি আমারি

পাশে থেকো জীবনে মরনে গো

পাশে থেকো জীবনে মরনে

More From Syed Abdul Hadi

See alllogo

You May Like