menu-iconlogo
huatong
huatong
avatar

Keu Konodin Amare To Kotha Dilo Na

Syed Abdul Hadihuatong
MasudRKhanhuatong
Lyrics
Recordings
কি করে বলিবো আমি

আমার মনে বড় জ্বালা

মনে বড় জ্বালা....

কেউ কোনদিন আমারে তো

কেউ কোনদিন আমারে তো কথা দিল না

কথা দিল না.....

বিনিসুতার মালাখানি

বিনিসুতার মালাখানি গাঁথা হইলো না

গাঁথা হইলো না

ও… এই জ্বালা যে এমন জ্বালা

যায় না মুখে বলা

বুঝতে গেলে সোনার অঙ্গ

তোমার, বুঝতে গেলে সোনার অঙ্গ

পুড়ে হবে কালা

ও… লালন মরলো জল পিপাসায়

থাকতে নদী মেঘনা

হাতের কাছে ভরা কলস

আমার, হাতের কাছে ভরা কলস

তৃষ্ণা মেটে না

কেউ কোনদিন আমারে তো

কেউ কোনদিন আমারে তো কথা দিল না

কথা দিল না.....

ও… ভালোবাসার অপরাধে হয়েছিল দোষী

তাই বলে কি থেমেছিল

বলো, তাই বলে কি থেমেছিল

কদমতলার বাঁশী

ও… দংশিলে পিরিতের বিষে

ওঝা মেলে নারে

এই মরণ যে সুখের মরণ

হায়রে, এই মরণ যে সুখের মরণ

দেখলাম জনম ভরে

কেউ কোনদিন আমারে তো

কেউ কোনদিন আমারে তো কথা দিল না

কথা দিল না.....

বিনিসুতার মালাখানি

বিনিসুতার মালাখানি গাঁথা হইলো না

গাঁথা হইলো না

More From Syed Abdul Hadi

See alllogo

You May Like