Song: Tui Chara Ke Ache Bol
Singer : Syed Omy & Atiya Anisha
Lyric : Soham Majumdar
Follow the music
is most important
<ছেলে1st><মেয়ে2nd>
[1]তুই ছাড়া,, কে আছে বল জীবনে
তুই ছাড়া,, জীবনের নেই মানে
হো ও''',,, ও"
ফিরে যাই, বারে বার তোর টানে,
বল আমায়, কিছু কানে কানে,
ইচ্ছেগুলো তাই তোর সাথে ভাষাই
আসমানী ঐ মেঘের মিনা রে...
<<<<
>>>> তুই ছাড়া, কে আছে বল জীবনে, তুই ছাড়া,, জীবনের নেই মানে, হো ও''',,, ও ফিরে যাই, বারে বার তোর টানে,, বল আমায়, কিছু কানে কানে, Track arrange by ꧁ ALAMGIR ? ꧂ {2}রংধনু বিকেল, আজ তোর নামে লিখে দিলাম, ভালোবাসা কি, সব তোর কাছে শিখে নিলাম [1]<<<ও,,,,>>> {2}রংধনু বিকেল, আজ তোর নামে লিখে দিলাম ভালোবাসা কি, সব তোর কাছে শিখে নিলাম [1]চাইনা কিছু আর, তোর কাছে আমার ইচ্ছে হাজার উড়িয়ে দিলাম হে... তুই ছাড়া, কে আছে বল জীবনে তুই ছাড়া জীবনের নেই মানে হো ও''',,, ও ফিরে যাই, বারে বার তোর টানে বল আমায়, কিছু কানে কানে Song of arfin rumey Track arrange by ꧁ ALAMGIR ? ꧂ {2}সারাটা জীবন, তোকে আমার করে নিলাম। এই মনের কোণে, শুধু তোর নাম লিখে দিলাম [1] ও''',,, ও {2}সারাটা জীবন, তোকে আমার করে নিলাম এই মনের কোণে শুধু তোর নাম লিখে দিলাম [1]চাইনা কিছু আর, তোর কাছে আমার ইচ্ছে হাজার উড়িয়ে দিলাম হে... {2}তুই ছাড়া, কে আছে বল জীবনে তুই ছাড়া, জীবনের নেই মানে [1]হো ও"",,, ও" ফিরে যাই, বারে বার তোর টানে, বল আমায়, কিছু কানে কানে আল্লাহ হাফেজ TYSM For sing?