ছায়াছবিঃ অমানুষ
কণ্ঠঃ সৈয়দ অমি, কুমকুম লায়লা
>>ট্র্যাক তৈরি ও আপলোড<<
>>ডাঃ রিয়াদ ই আর এস <<
ছেলেঃ বেখেয়ালি হাত ধরে
রেখে দেব আদরে
তোর দিকে ছুটে যাবোই
নাম না জানা এক ভোরে
বেখেয়ালি হাত ধরে
রেখে দেব আদরে
তোর দিকে ছুটে যাবোই
নাম না জানা এক ভোরে
জানে খোদা জানে আল্লাহ্
কতোটা মনে তুই যে আপন
জানে খোদা জানে আল্লাহ্
তোকে ছাড়া বাঁচাটাই মরণ
বেখেয়ালি হাত ধরে
রেখে দেব আদরে
তোর দিকে ছুটে যাবোই
নাম না জানা এক ভোরে
>> ট্র্যাক তৈরি ও আপলোড <<
>>ডাঃ রিয়াদ ই আর এস <<
মেয়েঃ অল্প অল্প করে এলি তুই
গল্পে গল্পে সাজালি এ মন
তোর আশে পাশে এলে আমি
মনে হয় কত তুই আপন
ছেলেঃ জানে খোদা জানে আল্লাহ্
কতোটা মনে তুই যে আপন
জানে খোদা জানে আল্লাহ্
তোকে ছাড়া বাঁচাটাই মরণ
বেখেয়ালি হাত ধরে
রেখে দেব আদরে
তোর দিকে ছুটে যাবোই
নাম না জানা এক ভোরে
>> ট্র্যাক তৈরি ও আপলোড <<
>>ডাঃ রিয়াদ ই আর এস <<
মেয়েঃবলে দেবো আজ সব কথা
চোখে চোখ রেখে আমি তোর
ভালবাসি তোকে যে বড়
সহজে কাটেনা রেশ এখন
ছেলেঃ জানে খোদা জানে আল্লাহ্
কতোটা মনে তুই যে আপন
জানে খোদা জানে আল্লাহ্
তোকে ছাড়া বাঁচাটাই মরণ
বেখেয়ালি হাত ধরে
রেখে দেব আদরে
তোর দিকে ছুটে যাবোই
নাম না জানা এক ভোরে
বেখেয়ালি হাত ধরে
রেখে দেব আদরে
তোর দিকে ছুটে যাবোই
নাম না জানা এক ভোরে
>>>ধন্যবাদ<<<