তুমি প্রেমিক, তুমি কবি
আমি সিরিয়াস ভাবে দেখি সবই
তুমি গেম খেলে সারারাত জাগো
আমি পড়ুয়া মেয়ে বেজায় রাগী
তুমি বিড়ি খোর, তুমি আড্ডাবাজ
পড়াশোনা করা শুধু আমার কাজ।
আমার প্রিয় বিড়াল ছানা, তোমার প্রিয় কুকুর
আমার প্রিয় পাহাড়ি ঝর্ণা, তোমার প্রিয় পুকুর
গোলাপ ফুলের জায়গায় আমি নিলাম তোমার জবা
বলো তুমি আমায় কত ভালোবাসা দিবা..
গোলাপ ফুলের জায়গায় আমি নিলাম তোমার জবা
বলো তুমি আমার সাথে কোথায় ঘুরতে যাবা।।
তুমি ফেইল করেও বলো প্যারা নাই চিল
আমি টপ করেও কেঁদে মুখ করি নীল
তোমার বই খাতা সব ছিঁড়া ফাড়া
আমার কলমটাও মলাট করা
তুমি বাড়ি ফিরো মেলা রাত করে
আমি রাতে ঘুমিয়ে উঠি ভোরে
তোমার প্রিয় গরুর গোশত, আমার প্রিয় চিকেন
আমার রুমে দুইটা এসি, তোমার রুমে ফ্যান।
গোলাপ ফুলের জায়গায় আমি নিলাম তোমার জবা
বলো তুমি আমায় কত ভালোবাসা দিবা
গোলাপ ফুলের জায়গায় আমি নিলাম তোমার জবা
বলো তুমি আমার সাথে কোথায় ঘুরতে যাবা।।
পড়ে গিয়ে কাঁদো তুমি
তখন আমি হাসি
আমি যখন প্রচুর সিরিয়াস
তোমার কাছে ফানি
পড়ে গিয়ে কাঁদো তুমি
তখন আমি হাসি
আমি যখন প্রচুর সিরিয়াস
তোমার কাছে ফানি
গোলাপ ফুলের জায়গায় আমি নিলাম তোমার জবা
বলো তুমি আমায় কত ভালোবাসা দিবা..
গোলাপ ফুলের জায়গায় আমি নিলাম তোমার জবা
বলো তুমি আমার সাথে কোথায় ঘুরতে যাবা।।