menu-iconlogo
huatong
huatong
avatar

Bimurto Ei Ratri Amar

Taniahuatong
🖤▂▂ALI▂▂🖤huatong
Lyrics
Recordings
বিমূর্ত এই রাত্রি আমার

মৌনতার সুতোয় বোনা

একটি রঙ্গিন চাঁদর ..

সেই চাদরের ভাঁজে ভাঁজে

নি:শ্বাসেরই ছোঁয়া

আছে ভালবাসা, আদর

বিমূর্ত এই রাত্রি আমার

মৌনতার সুতোয় বোনা

একটি রঙ্গিন চাঁদর

--Family...SMW--

কামনার গোলাপ রাঙা

সুন্দরী এই রাত্রিতে

নীরব মনের বর্ষা

আনে শ্রাবণ, ভাদর

সেই বরষায় ঝড়ো ঝরে

নি:শ্বাসেরই ছোঁয়া

আর ভালবাসা, আদর

বিমূর্ত এই রাত্রি আমার

মৌনতার সুতোয় বোনা

একটি রঙ্গিন চাঁদর

--Family...SMW--

ঝরে পড়ে ফুলের মতো

মিষ্টি কথার প্রতিধ্বনি,

ছড়ায় আতর

যেন ছড়ায় আতর

পরিধিবিহীন সঙ্গম মুখি নির্মল অধর

কম্পন কাতর, কম্পন কাতর

--Family...SMW--

নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে

নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে

থাক না বাঁধার পাথর

কোমল আঘাত, প্রতি-আঘাত

কোমল আঘাত, প্রতি-আঘাত

রাত্রি নিথর কাতর

আঃআঃআঃআঃআঃআঃ

আঃআঃআঃআঃআঃআঃ

দূরের আর্তনাদের নদীর

ক্রন্দনও কোন ঘাটের..

দূরের আর্তনাদের নদীর

ক্রন্দনও কোন ঘাটের

ভ্রূক্ষেপ নেই,পেয়েছি আমি

আলিঙ্গনের সাগর

সেই সাগরের স্রোতেই আছে

নি:শ্বাসেরই ছোঁয়া

আর ভালবাসা, আদর

বিমূর্ত এই রাত্রি আমার

মৌনতার সুতোয় বোনা

একটি রঙ্গিন চাঁদর

সেই চাদরের ভাঁজে ভাঁজে

নি:শ্বাসেরই ছোঁয়া

আছে ভালবাসা, আদর

বিমূর্ত এই রাত্রি আমার

মৌনতার সুতোয় বোনা

একটি রঙ্গিন চাঁদর

___ALI___

More From Tania

See alllogo

You May Like