menu-iconlogo
huatong
huatong
avatar

Basanta Tar Gan Likhe

Tania Mannanhuatong
mundymckhuatong
Lyrics
Recordings
বসন্ত তার গান, তার গান লিখে যায়

ধূলির ′পরে কী আদরে

বসন্ত তার গান, তার গান লিখে যায়

ধূলির 'পরে কী আদরে

বসন্ত তার গান

তাই সে ধূলা ওঠে হেসে

বারে বারে নবীন বেশে

বারে বারে রূপের সাজি

আপনি ভরে কী আদরে

বসন্ত তার গান, তার গান লিখে যায়

ধূলির ′পরে কী আদরে

বসন্ত তার গান

তেমনি পরশ লেগেছে মোর হৃদয়তলে

সে যে তাই ধন্য হল মন্ত্রবলে

তেমনি পরশ লেগেছে মোর হৃদয়তলে

সে যে তাই ধন্য হল মন্ত্রবলে

তাই প্রাণে কোন মায়া জাগে

বারে বারে পুলক লাগে

বারে বারে গানের মুকুল

আপনি ধরে কী আদরে

বসন্ত তার গান, তার গান লিখে যায়

ধূলির 'পরে কী আদরে

বসন্ত তার গান

More From Tania Mannan

See alllogo

You May Like