menu-iconlogo
huatong
huatong
tanjib-sarowarlucky-dube-dube-dube-cover-image

Dube Dube | ডুবে ডুবে

Tanjib Sarowar/Lucky Dubehuatong
skelegehuatong
Lyrics
Recordings

তুমি না ডাকলে আসবো না

কাছে না এসে ভালোবাসবো না

দুরত্ব কি ভালোবাসা বাড়ায়

নাকি চলে যাওয়ার বাহানা বানায়

দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরনো

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি

এটাকি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে...

চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে

আমি গোপনে ভালোবেসেছি

বাড়ি ফেরা পিছিয়েছে

তোমায় নিয়ে যাবো বলে

একবার এসে দেখো এসে বুকে মাথা রেখো

বলে দেবো চুলে রেখে হাত

দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরোনো

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি

ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়..

শেষ ছবিটা দেখি বারে বারে আহা দেখি

আমি গোপনে ভালোবেসেছি

বাড়ি ফেরা পিছিয়েছে

তোমায় নিয়ে যাবো বলে

একবার এসে দেখো এসে বুকে মাথা রেখো

বলে দেবো চুলে রেখে হাত...

দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরনো

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি

ধন্যবাদ

More From Tanjib Sarowar/Lucky Dube

See alllogo

You May Like