menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Rupali Chande এই রুপালী চাঁদে

Tapan Chowdhury/Shompa Razahuatong
pelonkapehuatong
Lyrics
Recordings
আ...আ আ আ আ আ আ

আ.. আ আ আ আ আ আ

এই রুপালী চাঁদে তোমারই হাত দুটি

মেহেদী.. লাল রঙে আমি

সাজিয়ে দিতে চাই...

আহা কি শোনালে মন রাঙালে

এভাবে... সারাজীবন যেনো

তোমাকে কাছে পাই।

এই রুপালী চাঁদে তোমারই হাত দুটি

শুধু একটি গোলাপ চেয়ে পাঠালে চিঠি শুনে

মনেরই আকাশে ভাসে তারা মিটিমিটি

শুধু একটি গোলাপ চেয়ে পাঠালে চিঠি শুনে

মনেরই আকাশে ভাসে তারা মিটিমিটি

তুমি কাছে এসে এ হৃদয় রাঙালে যদি

তাতে আমারই নাম লিখে যাই

আজ সাজিয়ে দিতে চাই

আহা কি শোনালে মন রাঙালে

মেহেদী... লাল রঙে আমি

সাজিয়ে দিতে চাই

আমি তোমাকে পেয়ে সুখে আছি যেনো

ফুলেরই বুকে অলি কতো কাছাকাছি

আমি তোমাকে পেয়ে সুখে আছি যেনো

ফুলেরই বুকে অলি কতো কাছাকাছি

এই মেহেদী রাতে সাথে আছ তুমি..

যেনো তুমি বিনে কিছু নাই

শুধু তোমাকে কাছে পাই

এই রুপালী চাঁদে তোমারই হাত দুটি

মেহেদী.. লাল রঙে আমি

সাজিয়ে দিতে চাই

আহা কি শোনালে মন রাঙালে

এভাবে... সারাজীবন যেনো তোমাকে কাছে পাই।

এই রুপালী চাঁদে, তোমারই.. হাত দুটি..

More From Tapan Chowdhury/Shompa Raza

See alllogo

You May Like