menu-iconlogo
huatong
huatong
avatar

Dine Ki

tapanhuatong
nuelrobertshuatong
Lyrics
Recordings
F দিন কি রাতে

দিন কি রাতে সাজ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জিবনে আমার

কিছুই চাওয়ার নেই তো

জীবন বল

জীবন বল মরণ বল

তুমি আমার সেই তো

M দিন কি রাতে

দিন কি রাতে সাজ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জিবনে আমার

কিছুই চাওয়ার নেই তো

জীবন বল

জীবন বল মরণ বল

তুমি আমার সেই তো

M+F দিন কি রাতে সাজ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জিবনে আমার

কিছুই চাওয়ার নেই তো।।

F সামনে রেখে ও দুচোখে দেখে ও

এক পলকের আড়াল হলে

কাটে না যে ক্ষন কাটে না যে ক্ষন

M ও কাছে না এলে গো

বুকে না পেলে গো

হৃদয় আমার কেঁদে মরে

ভরে না তো মন ভরে না তো মন

F তোমারই মাঝে

তোমারই মাঝে হারিয়ে খুঁজি

নতুন আমাকেই তো

M+F দিন কি রাতে সাজ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জিবনে আমার

কিছুই চাওয়ার নেই তো।।

F লজ্জা কি বা আর

তুমি তো আমার

বুকের ভিতর রাখা ওগো

সুখের অলঙ্কার সুখের অলঙ্কার

M ও তোমাকে চেয়েছি তোমাকে পেয়েছি

এর চেয়ে বড় আছে কি আর

আমার অহঙ্কার আমার অহঙ্কার

F সারাটি জীবন

সারাটি জীবন কেটে যাবে

স্বপ্ন সাজা এই তো

M দিন কি রাতে

দিন কি রাতে সাজ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জিবনে আমার

কিছুই চাওয়ার নেই তো

জীবন বল

জীবন বল মরণ বল

তুমি আমার সেই তো

F দিন কি রাতে

দিন কি রাতে সাজ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জিবনে আমার

কিছুই চাওয়ার নেই তো

জীবন বল

জীবন বল মরণ বল

তুমি আমার সেই তো

M+F দিন কি রাতে সাজ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জিবনে আমার

কিছুই চাওয়ার নেই তো

More From tapan

See alllogo

You May Like