menu-iconlogo
huatong
huatong
tarun-banerjee-se-dakle-aase-na-cover-image

Se Dakle Aase Na

Tarun Banerjeehuatong
princessahsme88huatong
Lyrics
Recordings
সে ডাকলে আসে না

কথা শোনে না

সে ডাকলে আসে না

কথা শোনে না

শুধু একটু হেসে যায় চলে

ও শুধু একটু হেসে যায় চলে

কি গরবে গরবিনী সে

কি জয়েতে বিজয়িনী সে

কি গরবে গরবিনী সে

কি জয়েতে বিজয়িনী সে

বোঝে না এ মন, বোঝে না

সে বললে শোনে না

কথা রাখে না

সে বললে শোনে না

কথা রাখে না

শুধু একটু হেসে যায় চলে

ও শুধু একটু হেসে যায় চলে

তবু নাম ধরে তার ডাকি সারাদিন

আশা নিয়ে নিয়ে আমি থাকি প্রতিদিন

কি যে খেলা খেলেই চলে সে

কি জ্বালাতে নিজেই জ্বলে সে

কি যে খেলা খেলেই চলে সে

কি জ্বালাতে নিজেই জ্বলে সে

জানে না সে, তাও জানে না

তাই ডাকলে আসে না

কথা শোনে না

তাই ডাকলে আসে না

কথা শোনে না

শুধু একটু হেসে যায় চলে

ও শুধু একটু হেসে যায় চলে

সে ডাকলে আসে না

কথা শোনে না

সে ডাকলে আসে না

কথা শোনে না

শুধু একটু হেসে যায় চলে

শুধু একটু হেসে যায় চলে

শুধু একটু হেসে যায় চলে

ও শুধু একটু হেসে যায় চলে

More From Tarun Banerjee

See alllogo

You May Like