menu-iconlogo
logo

Ek Poloke

logo
avatar
Tausiflogo
patrickingtrologo
Sing in App
Lyrics
এক পলকেই ভালবেসে ফেলেছি তোকে

এক পলকেই ভালবেসে ফেলেছি তোকে

লুকোবে কোথায় বলো আমাকে ছেরে

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

দেখা দেবে কি বলো দেখা দেবে কি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

নির্ঘুম রাত কাটে চাঁদেরও সাথে

তোকে ভেবে মরি ওই তারারাও জানে

স্বপ্ন কতো দেখি একা বসে থেকে

পলক তো পরে না তোর মিষ্টি হাসিতে

দেখা দেবে কি বলো দেখা দেবে কি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

মনে পরে গেলে তোর চোখেরও ভাষা

অবেলা তীব্র রোদে একটু খানি ছায়া

না বলা আমার যতো জমানো কথা

আকাশে চেয়ে দেখো মেঘে আছে আঁকা

দেখা দেবে কি বলো দেখা দেবে কি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

এক পলকেই ভালবেসে ফেলেছি তোকে

লুকোবে কোথায় বলো আমাকে ছেরে

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সেখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সেখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

Ek Poloke by Tausif - Lyrics & Covers