menu-iconlogo
huatong
huatong
timir-biswas-asamajik-cover-image

Asamajik

Timir Biswashuatong
mishymo1977huatong
Lyrics
Recordings
একদিন বেরঙিন খুঁজেছে রঙ

এক ঝাঁক আলো পাক আজ বরং

একদিন বেরঙিন খুঁজেছে রঙ

এক ঝাঁক আলো পাক আজ বরং

কী হবে কার চোখে সকাল

মন কেমন এই যেমন টালমাটাল

এই রোদ রঙিন, নিশিদিন আন্তরিক

এই রোদ রঙিন, নিশিদিন আন্তরিক

না হলে না হলো ঠিক আসামাজিক

না হলে না হলো ঠিক আসামাজিক

রোদে পুড়েছে ঘর ধূসর উদাসীন

প্রহর ভেজানো রাত, বরাত ঠিকানাহীন

এই ঝিরঝির তিরতির সুজন

রোদ ঝলমল, পানসী যায় উজান

দেখো খুব চেনা এক গান হবো দু'জন

এই রোদ রঙিন, নিশিদিন আন্তরিক

এই রোদ রঙিন, নিশিদিন আন্তরিক

না হলে না হলো ঠিক আসামাজিক

না হলে না হলো ঠিক আসামাজিক

না হলে না হলো ঠিক আসামাজিক

More From Timir Biswas

See alllogo

You May Like