আসলে সে মেঘেদের কেউ
সারারাত সারারাত ঢেউ
আসলে সে মেঘেদের কেউ
সারারাত সারারাত ঢেউ
মনে হতো উড়ে যাই পুড়ি
প্রেম মানে সুতো কাটা ঘুড়ি
মনে হতো উড়ে যাই পুড়ি
প্রেম মানে সুতো কাটা ঘুড়ি
এতদিন লুকানো যা ছিল
আবার সহসা শুরু হলো
সব কথা বলে ফেলা পাপ
দু চোখে পুড়ছে অভিশাপ
সব কথা বলে ফেলা পাপ
দু চোখে পুড়ছে অভিশাপ
আমি তাকে খুঁজি নি উপায়
সেও যদি ছেড়ে চলে যায়
আমি তাকে খুঁজি নি উপায়
সেও যদি ছেড়ে চলে যায়
এইভাবে লুকিয়েছে চোখ
যতটুকু জন্মের শোক
এইভাবে লুকিয়েছে চোখ
যতটুকু জন্মের শোক
তবু এসে দাঁড়িয়েছে ভোর
কি কথা বলার ছিল তোর
তবু এসে দাঁড়িয়েছে ভোর
কি কথা বলার ছিল তোর