menu-iconlogo
huatong
huatong
avatar

Boba Mon

Timir Biswashuatong
priyachundawathuatong
Lyrics
Recordings
যেন এ বোবা মন ও

কত কিছু শুনিয়ে যায়

সবই সময় নদী

ভেসেই চলেছে হায়

যেন এ বোবা মন ও

কত কিছু শুনিয়ে যায়

সবই সময় নদী

ভেসেই চলেছে হায়

তবু এই কিনারে বসেই

খুঁজেছি যে ঠাঁই

বালুচর আর খেলাঘর

নিয়ে আছি তাই

আমি তোর নামে ঠিকানা গুলো

হারাতে চাই

আমি তোর নামে পথের শেষ ধুলো

শুধুই কুড়োয়

ভুল যদি প্রেম হয়

করবো সেটাই হাজার বার

মুড়ে থাকিস, কিসের ভয়

আয় না সাজাই ছন্দ বাঁচার

জলছবি শুধু এঁকে জমিয়েছি দেখ

হতে পারি আমরা দুজনে কি এক

তবু এই কিনারে বসেই

খুঁজেছি যে ঠাঁই

বালুচর আর খেলাঘর

নিয়ে আছি তাই

আমি তোর নামে ঠিকানা গুলো

হারাতে চাই

আমি তোর নামে পথের শেষ ধুলো

শুধুই কুড়োয়

More From Timir Biswas

See alllogo

You May Like