menu-iconlogo
huatong
huatong
avatar

Jete Paari

Timir Biswashuatong
michelemcneilhuatong
Lyrics
Recordings
যেতে পারি আবছায়া

যেতে পারি পাহাড়ের আলো

তুমিও কি রাতজাগা

তুমিও কি এত ভালো

যেতে পারি আবছায়া

যেতে পারি পাহাড়ের আলো

তুমিও কি রাতজাগা

তুমিও কি এত ভালো

যেতে পারি আবছায়া

যেতে পারি পাহাড়ের আলো

তুমিও কি রাতজাগা

তুমিও কি এত ভালো

তুমিও কি রাতজাগা

তুমিও কি এত ভালো

বেসেছিলে ফেলে আসা পথে

রেখেছিলে নৌকো ভাসানো কোনো জল

বেসেছিলে ফেলে আসা পথে

রেখেছিলে নৌকো ভাসানো কোনো জল

আমাদের শেষ হওয়া দিনে

জ্বলে ওঠে দেহ বল্কল

যেতে পারি জলে লেখা

হতে পারি ভুলে যাওয়া গান

তুমিও কি ভুল সুরে

তুমিও কি ডাকনাম

যেতে পারি জলে লেখা

হতে পারি ভুলে যাওয়া গান

তুমিও কি ভুল সুরে

তুমিও কি ডাকনাম

ডেকেছিলে আলতো হাওয়ার পথে

লিখেছিলে অন্ধ পরিণাম

ডেকেছিলে আলতো হাওয়ার পথে

লিখেছিলে অন্ধ পরিণাম

আমাদের শেষ হওয়া ভোরে

জেগে থাকে রাতের অভিমান

More From Timir Biswas

See alllogo

You May Like