menu-iconlogo
huatong
huatong
timir-biswas-sona-diya-cover-image

Sona Diya

Timir Biswashuatong
saraaferouzhuatong
Lyrics
Recordings
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর

ও মন রে, ঘুণে করলো জরজর

হা মন রে, সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর

ও মন রে, ঘুণে করলো জরজর

আমি কী করে বাস করিব এই ঘরে রে

হায় রে, তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে

হায় রে, তুই সে আমার মন

তিন তক্তার এ নৌকাখানি

ও মন রে, গাঙে গাঙে চুয়ায় পানি

হা মন রে, তিন তক্তার এ নৌকাখানি

ও মন রে, গাঙে গাঙে চুয়ায় পানি

আমি কী করে সেচিব নৌকার পানি রে

হায় রে, তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে

হায় রে, তুই সে আমার মন

আসি রাইতে ভবের মাঝারে

ও মন রে, স্বপ্ন দেইখা রইলি ভুলে

হা মন রে, আসি রাইতে ভবের মাঝারে

ও মন রে, স্বপ্ন দেইখা রইলি ভুলে

আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে

হায় রে, তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে

হায় রে, তুই সে আমার মন

তুই সে আমার মন

More From Timir Biswas

See alllogo

You May Like