menu-iconlogo
huatong
huatong
avatar

Loke Bole O Bole Re

Tina Ghoshalhuatong
sophiag1huatong
Lyrics
Recordings
লোকে বলে, ও বলে রে, ঘরবাড়ি ভালা না আমার

লোকে বলে, ও বলে রে, ঘরবাড়ি ভালা না আমার

কী ঘর বানাইমু আমি

কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার

লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার

লোকে বলে, ও বলে রে, ঘরবাড়ি ভালা না আমার

ভালা কইরা ঘর বানাইয়া থাকমু কয়দিন আর

হায় গো, থাকমু কয়দিন আর

ভালা কইরা ঘর বানাইয়া থাকমু কয়দিন আর

আয়না দিয়া চাইয়া দেখি

আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার

লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার

লোকে বলে, ও বলে রে, ঘরবাড়ি ভালা না আমার

জানতো যদি হাসন রাজায় বাঁচবো কয়দিন আর

হায় গো, বাঁচবো কয়দিন আর

জানতো যদি হাসন রাজায় বাঁচবো কয়দিন আর

দালান-কোঠা বানাইতো

দালান-কোঠা বানাইতো করিয়া রঙ্গিন

লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার

লোকে বলে, ও বলে রে, ঘরবাড়ি ভালা না আমার

কী ঘর বানাইমু আমি

কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার

লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার

লোকে বলে, ও বলে রে, ঘরবাড়ি ভালা না আমার

লোকে বলে, ও বলে রে, ঘরবাড়ি ভালা না আমার

More From Tina Ghoshal

See alllogo

You May Like