menu-iconlogo
huatong
huatong
tk-rasel--cover-image

ভুলে যদি সুখ পাও ভুলেই থাকো

Tk Raselhuatong
⚜𝑴𝒅⚜𝑹𝒂𝒔𝒆𝒍⚛𝑹⚛𝑴⚛𝑾⚜huatong
Lyrics
Recordings
যদি কেউ নিজের songআপলোড

তাহলে যোগাযোগ করুন

ফাটি রুমে 999580

আপনার/আমার একান্ত দ্বায়িত্ব।

কণ্ঠশিল্পী: সাজ্জাদ নূর

Track upload _Tk-Rasel_R-M-W=

Party_room =ID_999580<<<

Family==ID-908991<<<

ভূলে যদি সুঃখ পাও,ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

ভূলে যদি সুঃখ পাও,ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

আমার-ই জীবনে,হারিয়েছি স্বপনে

জানিনা কি মনে আমায় দেখো

ভূলে যদি সুঃখ পাও,ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

?প্লিজ!কেউ কপি করবেন না।?

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার/আমার একান্ত দ্বায়িত্ব।

Track <>R_M_W_Family

====?====

কত কি না আনমনে ভাবি নিরালায়

মনে পরে সেই দিন দূপুর বেলা

কত কি না আনমনে ভাবি নিরালায়

মনে পরে সেই দিন দূপুর বেলা

বুঝিনি কি কারণে,পিরিতের ভূবনে

বুঝিনি কি কারণে,পিরিতের ভূবনে

নয়নে নয়নে ছবি আঁকো...

বাগিচা প্রান্তর কেঁদে ছিল অন্তর

জন জন জর বয়ে ভিতর,,,

ভূলে যদি সুঃখ পাও,ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

?প্লিজ!কেউ কপি করবেন না।?

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার/আমার একান্ত দ্বায়িত্ব।

Track song Tk Rasel

====?====

যতনা স্মৃতি কাঁদায় দরদির কথা

বিরহের জালা নিয়ে মনের ব্যাথা

যতনা স্মৃতি কাঁদায় দরদির কথা

বিরহের জালা নিয়ে মনের ব্যাথা

আজ-ই মায়া মমতা,

নেই কেন অজতা,

আজ-ই মায়া মমতা,

নেই কেন অজতা,

পিরিতি চিতা বুকে রাখো.,,,

কি যে নেশায় বিবূর,,,

আমি আছি বহূদুর,,,

ঐ সুর ,ঐ গানে ডাকো,,,,

ভূলে যদি সুঃখ পাও,ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

ভূলে যদি সুঃখ পাও,ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

আমার-ই জীবনে,হারিয়েছি স্বপনে

জানিনা কি মনে আমায় দেখো

ভূলে যদি সুঃখ পাও,ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

====?====

আপনার শরিরে যদি মানুষের রক্ত

থেকে থাকে তাহলে কপি করবেন না

More From Tk Rasel

See alllogo

You May Like