গানঃ তোমায় কি কোনোদিন বলেছি
শিল্পীঃ কুমার সানু
কারাওকে সুজিত
তোমায় কি কোনোদিন বলেছি
ভালোবাসি আমি তোমাকে
কেন তুমি ভেবে নিলে
তোমার প্রেমিক আমাকে
তোমায় কি কোনোদিন বলেছি
ভালোবাসি আমি তোমাকে
কেন তুমি ভেবে নিলে
তোমার প্রেমিক আমাকে
রোজ এখানে এই বাগানে
ফুটিয়েছি আমি কতো ফুল
একটিও ফুল দিয়ে তোমাকে
করেছি কি কোনদিনও ভুল
ও রোজ এখানে এই বাগানে
ফুটিয়েছি আমি কতো ফুল
একটিও ফুল দিয়ে তোমাকে
করেছি কি কোনদিনও ভুল
করেছি কি কোনদিনও ভুল
কোনো ভাবে কখনো কি
ফেলেছি তোমায় বিপাকে
তোমায় কি কোনোদিন বলেছি
ভালোবাসি আমি তোমাকে
কেন তুমি ভেবে নিলে
তোমার প্রেমিক আমাকে
এই সেতারে ওই নুপুরে
চেয়েছি কি কখনো মিলন
নির্দমকে মূর্ছনাতে
একাই তো তুলেছি রণন
ও এই সেতারে ওই নুপুরে
চেয়েছি কি কখনো মিলন
নির্দমকে মূর্ছনাতে
একাই তো তুলেছি রণন
একাই তো তুলেছি রণন
বেজে গেছে সেতার আমার
নিজের সুরের দেমাগে
তোমায় কি কোনোদিন বলেছি
ভালোবাসি আমি তোমাকে
কেন তুমি ভেবে নিলে
তোমার প্রেমিক আমাকে
তোমায় কি কোনোদিন বলেছি
ভালোবাসি আমি তোমাকে
কেন তুমি ভেবে নিলে
তোমার প্রেমিক আমাকে
তোমার প্রেমিক আমাকে
তোমার প্রেমিক আমাকে