menu-iconlogo
huatong
huatong
avatar

HD তোমায় কি কোনোদিন বলেছি

Tomay Ki Konodin Bolechihuatong
ousman2011huatong
Lyrics
Recordings

গানঃ তোমায় কি কোনোদিন বলেছি

শিল্পীঃ কুমার সানু

কারাওকে সুজিত

তোমায় কি কোনোদিন বলেছি

ভালোবাসি আমি তোমাকে

কেন তুমি ভেবে নিলে

তোমার প্রেমিক আমাকে

তোমায় কি কোনোদিন বলেছি

ভালোবাসি আমি তোমাকে

কেন তুমি ভেবে নিলে

তোমার প্রেমিক আমাকে

রোজ এখানে এই বাগানে

ফুটিয়েছি আমি কতো ফুল

একটিও ফুল দিয়ে তোমাকে

করেছি কি কোনদিনও ভুল

ও রোজ এখানে এই বাগানে

ফুটিয়েছি আমি কতো ফুল

একটিও ফুল দিয়ে তোমাকে

করেছি কি কোনদিনও ভুল

করেছি কি কোনদিনও ভুল

কোনো ভাবে কখনো কি

ফেলেছি তোমায় বিপাকে

তোমায় কি কোনোদিন বলেছি

ভালোবাসি আমি তোমাকে

কেন তুমি ভেবে নিলে

তোমার প্রেমিক আমাকে

এই সেতারে ওই নুপুরে

চেয়েছি কি কখনো মিলন

নির্দমকে মূর্ছনাতে

একাই তো তুলেছি রণন

ও এই সেতারে ওই নুপুরে

চেয়েছি কি কখনো মিলন

নির্দমকে মূর্ছনাতে

একাই তো তুলেছি রণন

একাই তো তুলেছি রণন

বেজে গেছে সেতার আমার

নিজের সুরের দেমাগে

তোমায় কি কোনোদিন বলেছি

ভালোবাসি আমি তোমাকে

কেন তুমি ভেবে নিলে

তোমার প্রেমিক আমাকে

তোমায় কি কোনোদিন বলেছি

ভালোবাসি আমি তোমাকে

কেন তুমি ভেবে নিলে

তোমার প্রেমিক আমাকে

তোমার প্রেমিক আমাকে

তোমার প্রেমিক আমাকে

You May Like