A এলেই যদি কেন চলে যাবে
এখনি ও তুমি
একটু পরেই শুরু হবে
টিপ টিপ বৃষ্টি
ভিজে যাবে তুমি ও
টিপ টিপ বৃষ্টি
এলেই যদি কেন চলে যাবে
এখনি ও তুমি
একটু পরেই শুরু হবে
টিপ টিপ বৃষ্টি
ভিজে যাবে তুমি ও
টিপ টিপ বৃষ্টি
B বন্ধু তুমি থাকো যদি পাশে
বসে রবো নিরালায়
মন যে কখন দিয়ে দেব
তোমার ঐ চোখের ইশারায়
এই মন জানেনা যে কতটা ভালবাসে
এই রাতের আধার হয়ে খোঁজে আশেপাশে
বন্ধু তুমি জানোনা জানোনা
কত ভালবাসি তোমাকে
কত ভালবাসি তোমাকে
A যেতে যেতে বহুদূরে চলে গেলে তুমি
মিছেমিছি অভিমানে চোখে এলো পানি
যেতে যেতে বহুদূরে চলে গেলে তুমি
মিছেমিছি অভিমানে চোখে এলো পানি
যেওনা তুমি অবেলায় দূরে কোন অজানায়
যেওনা তুমি অবেলায় দূরে কোন অজানায়
যেখানে আমি নাই
B তোমায় আমি খুঁজি
খুঁজি আপন মনে
স্বপ্নে আছো মিশে তুমি আছো জাগরণে
তোমায় আমি খুঁজি
খুঁজি আপন মনে
স্বপ্নে আছো মিশে তুমি আছো জাগরণে
এই মন জানেনা যে কতটা ভালবাসে
এই রাতের আধার হয়ে খোঁজে আশেপাশে
বন্ধু তুমি জানোনা জানোনা
কত ভালবাসি তোমাকে
কত ভালবাসি তোমাকে
A এলেই যদি কেন চলে যাবে
এখনি ও তুমি
একটু পরেই শুরু হবে
টিপ টিপ বৃষ্টি
ভিজে যাবে তুমি
ও টিপ টিপ বৃষ্টি,
B এখনতো সময় ভালবাসার,
এ'দুটি হৃদয় কাছে আসার,
তুমিও যে একা
আমিও যে একা লাগে যে ভালো,
ওপ্রিও......
ওপ্রিও......
ওপ্রিও......
ওপ্রিও......
এখনতো সময় ভালবাসার,
এ'দুটি হৃদয় কাছে আসার,
তুমিও যে একা
আমিও যে একা লাগে যে ভালো,
A ওপ্রিও......
ওপ্রিও......
ওপ্রিও......
ওপ্রিও......