menu-iconlogo
logo

Tumi kemne eto nithur hoila/ তুমি কেমনে এত নিঠুর হইলা

logo
avatar
Topon Choudhurylogo
༺❊͜͡☆BIPU☆ⓈⓂⓌ☆❊͜͡☆༻logo
Sing in App
Lyrics
"তুমি কেমনে এত নিঠুর হইলা"

শিল্পীঃ তপন চৌধুরী

Uploaded 🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me

তুমি কেমনে এত - নিঠুর হইলা

অন্তর ও পোড়াইলা....

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা..ফিরিয়া

তুমি কেমনে এত নিঠুর হইলা

অন্তর ও পোড়াইলা...

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা..ফিরিয়া

তুমি কেমনে এত নিঠুর..হইলা....

Uploaded 🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me

দুঃখ আমার ভালোবাসা

দুঃখ আমার জীবন

আমি... দুঃখের মাঝে

সুখ খুঁজেছি..সারাটা জনম

Uploaded 🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me

দুঃখ আমার ভালোবাসা

দুঃখ আমার জীবন

আমি... দুঃখের মাঝে

সুখ খুঁজেছি..সারাটা জনম

তুমি কাছে আইসা

দুঃখটারে বাড়াইয়া গেলা...

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা ফিরিয়া

তুমি কেমনে এত নিঠুর..হইলা...

Uploaded 🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me

এই জনমে তোমার আমার

হইবো নারে মিলন

আমার... বুকের ভিতর

আগুন জ্বলে..তুষেরি মতন

Uploaded 🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me

এই জনমে তোমার আমার

হইবো নারে মিলন

আমার বুকের ভিতর

আগুন জ্বলে..তুষেরি মতন

আমি আরেক জনম চাইবো শুধু তোমারো লাগিয়া

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা..ফিরিয়া

তুমি কেমনে এত নিঠুর হইলা

অন্তর ও পোড়াইলা...

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা..ফিরিয়া

তুমি কেমনে এত নিঠুর..হইলা...

💐💐 যবানিকা 💐💐