menu-iconlogo
huatong
huatong
avatar

Bhubon Dangar Hashi

Topuhuatong
forhad99huatong
Lyrics
Recordings
সোনার মেয়ে

তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি

সোনার মেয়ে

তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি

তোমায় দিলেম মধ্যদিনের

টিনের চালের বৃষ্টি রাশি

আর দিলেম রৌদ্রধোয়া

সবুজ ছোঁওয়া পাতার বাঁশি

মুখে বললাম না

বললাম নারে ভালবাসি

সোনার মেয়ে

তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি

সোনার মেয়ে

তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি

হারাব হৃদয় টানে ভালবাসার একটু মানে

ইচ্ছে করছে দুজন মিলেই খুঁজি

হারাব হৃদয় টানে ভালবাসার একটু মানে

ইচ্ছে করছে দুজন মিলেই খুঁজি

আবেগেই মেঘের ভেতর পৃথিবীর সব আদর

তুমি হবে আমার ভেবেই দুচোখ বুজি

প্রজাপতি হৃদয়টাই আমাতে নেই

এযে কি হল আমার কোথায় আমি ভাসি

তোমাকেই

তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি

তোমাকেই

তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি

সোনার মেয়ে

তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি

তোমাকেই

তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি

তোমায় দিলেম মধ্যদিনের

টিনের চালের বৃষ্টি রাশি

আর দিলেম রৌদ্রধোয়া

সবুজ ছোঁওয়া পাতার বাঁশি

মুখে বললাম না

বললাম নারে ভালবাসি

তোমাকেই

তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি

সোনার মেয়ে

তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি

তোমাকেই

তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি

More From Topu

See alllogo

You May Like