menu-iconlogo
huatong
huatong
Lyrics
Recordings
ও সুন্দরী, তোমাতে সঁপেছি মন-প্রাণ

কলিজার আধখান গো আমার, আসমানের চাঁন্দ

ও সুন্দর মানুষ গো আমার, মনের দোকানদার

বিনামূল্যে ভালোবাসা করে দেবো উজাড়

বড়ো ভাগ্য করে পাইছি তোমায়

ও, বড়ো ভাগ্য করে পাইছি তোমায়

আপন করে আমার

বিধাতা তোমাকে আমায় করছে উপহার

তুমি শুধু আমার

বিধাতা তোমাকে আমায় করছে উপহার

নৌকায় সঙ্গী যেমন বৈঠা, পানির সঙ্গী মাছ

মাটির সঙ্গী যেমন ঘাস থাকে ১২ মাস

গাছের সঙ্গী যেমন লতা, পাখির সঙ্গী আকাশ

ঘুড়ির সঙ্গী যেমন সুতো উড়ে পেলে বাতাস

আমার সঙ্গী তেমন তুমি

ও, আমার সঙ্গী তেমন তুমি বাঁচা ও মরার

বিধাতা তোমাকে আমায় করছে উপহার

তুমি শুধু আমার

বিধাতা তোমাকে আমায় করছে উপহার

চাতক পাখি যেমন মেঘের আশায় থাকে বসে

ফুটিলে ফুল তেমনি ভ্রমর মধুর টানে আসে

ও, ভ্রমর আমি, ও সুন্দরী, তুমি আমার ফুল

মন বাগানে তোমায় করে রাখবো যে পুতুল

আদর সোহাগ করবো তোমায়

ও, আদর সোহাগ করবো তোমায় সব করে উজাড়

বিধাতা তোমাকে আমায় করছে উপহার

তুমি শুধু আমার

বিধাতা তোমাকে আমায় করছে উপহার

ও সুন্দরী, তোমাতে সঁপেছি মন-প্রাণ

কলিজার আধখান গো আমার, আসমানের চাঁন্দ

ও সুন্দর মানুষ গো আমার, মনের দোকানদার

বিনামূল্যে ভালোবাসা করে দেবো উজাড়

বড়ো ভাগ্য করে পাইছি তোমায়

ও, বড়ো ভাগ্য করে পাইছি তোমায়

আপন করে আমার

বিধাতা তোমাকে আমায় করছে উপহার

তুমি শুধু আমার

বিধাতা তোমাকে আমায় করছে উপহার

তুমি শুধু আমার

বিধাতা তোমাকে আমায় করছে উপহার

তুমি শুধু আমার

বিধাতা তোমাকে আমায় করছে উপহার

More From Tosiba Begum/Tamjid ahsan/Nayan Babu/Farzana Mihi

See alllogo

You May Like