ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া
ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে
ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে
সে ফুল ফুটিয়া রইলো অগম দয়রার মাঝারে
অগম দয়রার মাঝারে
গাছে আইলো বড় আম, ছয় আনা সাত আনা দাম
গাছে আইলো বড় আম, ছয় আনা সাত আনা দাম
হায় রে, বড় আম বড়ো মিঠা লাগে গো (মিঠা লাগে গো)
বাঁকুড়া বাজারে লাজ লাগে
ও, আমি বাঁকুড়া বাজারে লাজ লাগে (বাজারে লাজ লাগে)
আম গাছে আম নাই, খুড়া কেনে লাড়ো রে?
আম গাছে আম নাই, খুড়া কেনে লাড়ো রে?
তোমার দেশে আমি নাই, আঁখি কেনে ঠারো রে?
(আঁখি কেনে ঠারো রে?)
কদমতলে মাথে চূড়া, দাঁড়ায় আছে নবীন ছুঁড়া
কদমতলে মাথে চূড়া, দাঁড়ায় আছে নবীন ছুঁড়া
আরে, মোদের পাড়ায় যাবি ছোঁড়া রে (ছোঁড়া রে)
গেঁথে দুবো বিনি সুতার মালা
ও হায় রে, গেঁথে দুবো বিনি সুতার মালা (বিনি সুতার মালা)
সড়কে সড়কে যাবো, বাইছে বাইছে টোপা লিবো
সড়কে সড়কে যাবো, বাইছে বাইছে টোপা লিবো
আরে, সেই টোপায় চাল ভাজা খাবো গো (খাবো গো)
সফল জনম আর কি পাবো?
ও হায় রে, সফল জনম আর কি পাবো?
ও হায় রে, সফল জনম আর কি পাবো?
সফল জনম আর কি পাবো?