লালা,লালা,লা...
লালা ,লা,লা ,লালা, লা...
<><>====<><>====<><>
গানঃ তুমি আমার শুধু আমারই
শিল্পীঃ কনকচাপাঁ
Track Arranged By Forhad
<=Tune Of Heart Family=>
তুমি আমার শুধু আমারই,
আমি তোমার শুধু তোমারই
তুমি আমার শুধু আমারই,
আমি তোমার শুধু তোমারই
এই দুনিয়ায়ে তুমি ছাড়া,বোঝেনা কিছু মন..
তুমি এমনই আপনজন,
তুমি এমনই আপনজন
তুমি আমার শুধু আমারই,
আমি তোমার শুধু তোমারই
<==আপলোড বাই ফরহাদ==>
নিত্য নতুন গান পেতে আমাকে ফলো করুন
-===FORHAD=TOH===-
======অপেক্ষা করুন=====
সারাটি জীবন থেকো তুমি আমারই বুকের মাঝে,
পাই যেনো গো তোমাকে কাছে সকাল দুপুর সাঝে
>>>>>>>>><<<<<<<<<
সারাটি জীবন থেকো তুমি আমারই বুকের মাঝে,
পাই যেনো গো তোমাকে কাছে সকাল দুপুর সাঝে
ছায়ার মতন পাশে তুমি থেকো গো সারাক্ষন,
তুমি এমনই আপনজন,
তুমি এমনই আপনজন
তুমি আমার শুধু আমারই,
আমি তোমার শুধু তোমারি
<==আপলোড বাই ফরহাদ==>
ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন
=>Like For Next Song<=
======অপেক্ষা করুন=====
তোমার অন্তরে বন্ধু আমি আমার অন্তরে তুমি,
তুমি ছাড়া জীবন আমার ধুধু মরুভূমি
>>>>>>>>><<<<<<<<<
তোমার অন্তরে বন্ধু আমি আমার অন্তরে তুমি,
তুমি ছাড়া জীবন আমার ধুধু মরুভূমি
তোমারই প্রেম ভালোবাসা জীবনে প্রয়োজন,
তুমি এমনই আপনজন,
তুমি এমনই আপনজন
তুমি আমার শুধু আমারই,
আমি তোমার শুধু তোমারই
তুমি আমার শুধু আমারই ,
আমি তোমার শুধু তোমারই
এই দুনিয়ায়ে তুমি ছাড়া,বোঝেনা কিছু মন
তুমি এমনই আপনজন,
তুমি এমনই আপনজন
=====ধন্যবাদ সবাইকে====