menu-iconlogo
huatong
huatong
avatar

আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে

Upload: "Rafiq" "LMD"huatong
𝄞⑅⃝🌸🦋RaFiq𝄞🌸..🅛🅜🅓🇧🇩huatong
Lyrics
Recordings
আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে

চয়েজ বাইঃ "LUCKY"

(Captain of "LMD")

ছেলেঃ আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর তু সানাই বাজিয়ে

আরে আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর তু সানাই বাজিয়ে

যাবো তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

মেয়েঃ যা যা

তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাবো না

কারো ঘরের ঘরণী আমি হবো না

তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাবো না

কারো ঘরের ঘরণী আমি হবো না

করবো না তো কোনদিনও বিয়ে

ছেলেঃ হে যাবো তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

আপলোডঃ "রফিক" "LMD"

ছেলেঃ আলতা দেবো টিকলি দেবো দেবো সোনার চুড়ি

মেয়েঃ না না না না না না না

ছেলেঃ আরে শহর থেকে আনবো কিনে বেনারসী শাড়ী

মেয়েঃ আরে না না না না না না না না

গয়না গাটি চাইনা আমি চাইনা শাড়ী চুড়ি

ছেলেঃ হায় হায় হায় হায় হায়

মেয়েঃ সবই আমার বাপের বাড়ী আছে ভুঁড়ি ভুঁড়ি

ছেলেঃ আরে হায় হায় হায় হায় হায়

মেয়েঃ গলবে না মন কোন কিছু দিয়ে

ছেলেঃ হে যাবো তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

Welcome to "LMD"

"LUCKY's MUSIC DREAM"

ছেলেঃ আদর দেবো সোহাগ দেবো দেবো ভালবাসা

মেয়েঃ না না না না না না নানা

ছেলেঃ আরে জীবন দিয়ে করবো পূরন তোমার সকল আশা

মেয়েঃ না না না না না না না

দিন দুপুরে মনের ঘরে দিও না কো হানা

ছেলেঃ হায় হায় হায় হায় হায়

মেয়েঃ এ সব কথা শোনা পাপ গুরুজনের মানা

ছেলেঃ আরে হায় হায় হায় হায় হায়

মেয়েঃ পায়ে ধরি চলো বাড়ী নিয়ে

ছেলেঃ হে যাবো তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

মেয়েঃ তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাবো না

তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাবো না

কারো ঘরের ঘরণী আমি হবো না

করবো না তো কোনদিনও বিয়ে

ছেলেঃ হে যাবো তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

মেয়েঃ পায়ে ধরি চলো বাড়ী নিয়ে

ছেলেঃ হে যাবো তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

মেয়েঃ না না পায়ে ধরি চলো বাড়ী নিয়ে

ছেলেঃ হে যাবো তোমায় শ্বশুর বাড়ী নিয়ে

মেয়েঃ না না পায়ে ধরি চলো বাড়ী নিয়ে

ছেলেঃ হে যাবো তোমায় শ্বশুর বাড়ী নিয়ে।

সমাপ্ত।

More From Upload: "Rafiq" "LMD"

See alllogo

You May Like