মেয়েঃ কানে কানে বলি তুমি শোন বার বার
ছেলেঃ কি বলো
মেয়েঃ তোমায় যে ভালবাসি বলছি আবার
ছেলেঃ আচ্ছা
যদি কাছে পেতাম-
তাহলে কি যে হতো বলোনা
বলোনা
মেয়েঃ জেগে জেগে আজ আমার স্বপ্ন দেখোনা
অনেক রাত হলো এবার ঘুমিয়ে পড়না
===="LMD"====
কানে কানে বলি তুমি শোন বার বার
ছেলেঃ কি বলো বলো
মেয়েঃ তোমায় যে ভালবাসি বলছি আবার
ছেলেঃ আচ্ছা
যদি কাছে পেতাম
তাহলে কি যে হতো বলোনা
বলোনা
মেয়েঃ জেগে জেগে আজ আমার স্বপ্ন দেখোনা
অনেক রাত হলো এবার ঘুমিয়ে পড়না
চয়েজ বাইঃ "LUCKY"
(Captain of "LMD")
ছেলেঃ ঝিরি ঝিরি বৃষ্টিতে ঝড়ো বাতাসে
চমকাতো বিদ্যুত যদি আকাশে
===="LMD"====
ঝিরি ঝিরি বৃষ্টিতে ঝড়ো বাতাসে
চমকাতো বিদ্যুত যদি আকাশে
মেয়েঃ ঝড় হোক জয় হোক
কি যায় আসে এ এ
ভয় নেই আমি জানি রয়েছো পাশে
ছেলেঃ দুষ্ট হলে তখন--
কি যে হত একটু ভাবনা
মেয়েঃ জেগে জেগে আজ আমার স্বপ্ন দেখোনা
অনেক রাত হলো এবার ঘুমিয়ে পড়না
আপলোডঃ "রফিক" "LMD"
ছেলেঃ মনে কর তুমি আমি আছি নৌকায়
হঠাৎ ডুবলো তরী ঢেউয়েরি দোলায়
===="LMD"====
মনে কর তুমি আমি আছি নৌকায়
হঠাৎ ডুবলো তরী ঢেউয়েরি দোলায়
মেয়েঃ আমি জানি তুমি আছ তুমি যে আমার--
জলে ঝাঁপ দিয়েছি তুলবে ডাঙায়
ছেলেঃ যদি তোমায় কখন--
জড়িয়ে ধরি দোষটা ধরোনা-
মেয়েঃ জেগে জেগে আজ আমার স্বপ্ন দেখোনা
অনেক রাত হলো এবার ঘুমিয়ে পরনা
ছেলেঃ কানে কানে বলি তুমি শোন বার বার
মেয়েঃ তোমায় যে ভালবাসি বলছি আবার
ছেলেঃ যদি কাছে পেতাম
তাহলে কি যে হতো বলোনা বলোনা
মেয়েঃ জেগে জেগে আজ আমার স্বপ্ন দেখোনা
অনেক রাত হলো এবার ঘুমিয়ে পড়না
ছেলে+মেয়েঃ জেগে জেগে আজ (আহা হা হা হা)
আমার স্বপ্ন দেখোনা (আহা হা হা হা)
অনেক রাত হলো (আহা হা হা)
এবার ঘুমিয়ে পড়োনা। (হুম হুম হুম)
সমাপ্ত।