ভুলিতে পারি না তারে ভোলা যায় না
(ভালবাসাগুলো পূর্ণতা পাক)
ভুলিতে পারি না তারে ভোলা যায় না
বারে বারে মনে পরে কেন জানি না
ভুলিতে পারি না তারে ভোলা যায় না
বারে বারে মনে পরে কেন জানি না
আপলোডঃ "রফিক" "LMD"
ভেবে ভেবে ভোর হয়
স্মৃতি শুধু কথা কয়
আধাঁরেতে বসে থেকে
আখিঁ জলে ভিজে রয়
যত ভাবি ভুলে যাব মন বোঝে না
বারে বারে মনে পরে কেন জানি না
ভুলিতে পারি না তারে ভোলা যায় না
বারে বারে মনে পরে কেন জানি না
Welcome to "LMD"
"LUCKY's MUSIC DREAM"
কত দিন কত রাত
একই সাথে যে দুজনে
প্রেমেরই মিলন মালা
গেথেঁছি যে আনমনে
সেই মালা ঝরে গেল কেন জানি না
বারে বারে মনে পরে কেন জানি না
ভুলিতে পারি না তারে ভোলা যায় না
বারে বারে মনে পরে কেন জানি না
ভুলিতে পারি না তারে ভোলা যায় না
বারে বারে মনে পরে কেন জানি না।
সমাপ্ত।