menu-iconlogo
huatong
huatong
avatar

Ai Brishti Veja Raate(By USHNOTA).....

USHNOTA.huatong
Be💪stronghuatong
Lyrics
Recordings
🌌❤️🌧️❤️😜❤️🌧❤️🌌

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না।

বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে।

আমায় তুমি ফেলে যেও না।।

এতদিন পরে কাছে এলে

ওগো এখনি কেন যাবে চলে

এ হৃদয় জুড়ে পিয়াসা

ভেঙ্গে দিওনা আমার এ আশা

ভালো যদি আমায় নাই বাসো

একটু করো করুণা।।

জীবনের আকাঁবাকাঁ পথে

ও গো কে রবে তোমার সাথে সাথে

সবাই যখন চলে যাবে

তবু আমায় তখন কাছে পাবে

তুমি ছাড়া জীবনে

আর তো কিছুই চাইবো না।।

💧🔥💧🔥💧🔥🌧️🔥💧🔥💧🔥💧

🌧️🌧️🌧️⚡🌧️🌧️🌧️⚡🌧️🌧️🌧️

🌌🌌🌌🌌🌌

Singing By🎼🎶🎼USHNOTA🎼🎶

📣Track arranged & uploaded by📣

☔USHNOTA☔

More From USHNOTA.

See alllogo

You May Like